এ মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশের ‘এ’ দল। এরইমধ্যে এই দলের অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। দলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। দলের একজন বাদে সবারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। কম যায়নি ভারতও। তাদের ‘এ’ দলের অধিনায়ক শিখর ধাওয়ান। তিনদিনের ম্যাচে দলের নেতৃত্ব দেবেন তিনি।
ভারত ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ তিনটি হবে সেপ্টেম্বরের ১৬, ১৮ এবং ২০ তারিখে। তিনদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর। কর্নাটকের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল তিন দিনের আরেকটি ম্যাচ খেলবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
ভারত ‘এ’ দল (একদিনের ম্যাচ)
উন্মুক্ত চাঁদ (অধিনায়ক), মায়ানাক আগারওয়াল, মানিশ পান্ডে, সুরেশ রায়না, কেদার যাদব, সাঞ্জু স্যামসন, করুণ নায়ার, কুলদিপ যাদব, রিশি ধাওয়ান, শ্রিনাথ অরবিন্দ, ধাওয়ান কুলকার্নি, রুশ কালারিয়া, গুরকিরাত সিংহ মান, জয়ন্ত যাদব ও কর্ণ শর্মা।
‘এ’ দল (তিনদিনের ম্যাচ)
শিখর ধাওয়ান (অধিনায়ক), অভিনব মুকুন্দ, করুন নায়ার, শ্রেয়াস আয়ার, বাবা অপারজিত, নোমান ওঝা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস গোপাল, অভিমান্যু মিথুন, বরুন অ্যারন, ঈশ্বর পান্ডে এবং শেলডন জ্যাকসন।
বাংলাদেশ ‘এ’ দল
এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মুমিনুল হক (অধি.), নাসির হোসেন (সহ-অধি.), সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম ও জুবায়ের হোসেন।
Discussion about this post