একপেশে হয়ে উঠা অকল্যান্ড টেস্ট ভিন্ন মাত্রা পেয়েছিল রোববার। জয়ের সম্ভাবনা ছিল দুই দলেরই। আসলে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ভুলেই ম্যাচে ফিরেছিল ভারত। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে ১০৫ রানে অলআউট হয়ে যান। টেস্টে ফিরে আসে প্রান।
কিন্তু শেষ রক্ষা হলনা। তাদের ৪০ রানে হারাল নিউজিল্যান্ড। আর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
চতুর্থ ইনিংসে জয়ের জন্যই লড়ছিল ভারত। তাদের সামনে লক্ষ্য ছিল ৪০৭ রান। এরমধ্যে আগের দিনই তুলে নিয়েছিল ১ উইকেটে ৮৭। এর অর্থ ৩২০ করলেই জয়। লড়ছিলেন শিখর ধাওয়ান। কিন্তু অনেকটা তীরে এসে তরী ডুবল। ধাওয়ান-বিরাট কোহলির জুটিতে দারুণ জায়গায় চলে যায় ভারত। ৩ উইকেটে ২২২ থেকে অল আউট ৩৬৬ রানে। মানে ৪০ রানে হার।
ম্যাচে সেঞ্চুরি পেলেন ভারতের শিখর ধাওয়ান।
নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজটা ৪-০ ব্যবধানে হারের পর টেস্টেও হার দিয়ে শুরু ভারতের। অথচ মাঠের বাইরে ক্রিকেট রাজনীতিতে দাপট ঠিকই আছে তাদের!
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১৪ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৫০৩/১০ (ম্যাককালাম ২২৪, উইলিয়ামসসন ১১৩, অ্যান্ডারসন ৭৭; ইশান্ত ৬/১৩৪) ও ২য় ইনিংসে ১০৫/১০ (টেইলর ৪১; ইশান্ত ৩/২৮, সামি ৩/৩৭)
ভারত: ১ম ইনিংসে ২০২/১০ (নিজয় ২৬, রোহিত ৭২, রাহানে ২৬, জাদেজা ৩০*; ওয়াগনার ৪/৬৪, বোল্ট ৩/৩৮, সাউদি ৩/৩৮) ও ২য় ইনিংসে ৩৬৬/১০ (ধাওয়ান ১১৫, পুজারা ২৩, কোহলি ৬৭, রোহিত ১৯, রাহানে ১৮, ধোনি ৩৯, জাদেজা ২৬; ওয়াগনার ৪/৬২, বোল্ট ৩/৮৬, সাউদি ৩/৮১)
ফল: নিউজিল্যান্ড ৪০ রানে জয়ী
ম্যাচসেরা: ব্রেন্ডন ম্যাককালাম
সিরিজ: নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে
……………………………………………………….
তৃতীয় দিন শেষে
কিউইদের ‘ভুলে’ লড়াইয়ে ফিরল ভারত
ভারতকে ফলোঅনে ফেলেও ব্যাট করতে পাঠালেন না ব্রেন্ডন ম্যাককালাম। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভরাডুবি নিউজিল্যান্ডের। ভারতীয় পেসারদের দাপটে ১০৫ রানে অলআউট।
আর এমন অবস্থায় জয়ের জন্য ৪০৭ রানের লক্ষ্য দাড়ায় ভারতের সামনে। অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেটে ভারতের সংগ্রহ ৮৭ রান। জিততে আরো চাই ৩২০ রান চাই সফরকারীদের। মানে লড়াইয়ে থাকল ভারত।
শনিবার ৪ উইকেটে ১৩০ রান নিয়ে খেলা শুরু করে আর ৭২ যোগ করেই অলআউট ভারত। ৩০১ রানের লিড পেয়েও অতিথিদের ফলো-অন করায়নি কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৫০৩/১০ (ম্যাককালাম ২২৪, উইলিয়ামসসন ১১৩, অ্যান্ডারসন ৭৭; ইশান্ত ৬/১৩৪) ও ২য় ইনিংসে ১০৫/১০ (টেলর ৪১; ইশান্ত ৩/২৮, সামি ৩/৩৭, জহির ২/২৩)
ভারত: ১ম ইনিংসে ২০২/১০ (রোহিত ৭২, রাহানে ২৬, ধোনি ১০, জাদেজা ৩০*; ওয়াগনার ৪/৬৪, বোল্ট ৩/৩৮, সাউদি ৩/৩৮) ও ২য় ইনিংসে ৮৭/১ (বিজয় ১৩, ধাওয়ান ৪৯*, পুজারা ২২*; সাউদি ১/১৮)
…………………………………………………………………………..
দ্বিতীয় দিন শেষে
ম্যাককালামের ডাবল সেঞ্চুরি
শুক্রবার অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনটাতেও দাপট থাকল নিউজিল্যান্ডের। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। তাতেই চালকের আসনে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ৫০৩ রান। এরমধ্যে ম্যাককালামের ব্যাট থেকে আসে ২২৪। টেস্টে এটা তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথমটির প্রতিপক্ষও ভারত। ২০১০ সালের হায়দ্রাবাদে করেছিলেন ২২৫।
জবাবে ১ম ইনিংসে ৪ উইকেটে ১৩০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। রোহিত শর্মা ৬৭ ও অজিঙ্কা রাহানে ২৩ রানে উইকেটে আছেন।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংসে: ৫০৩/১০ (উইলিয়ামসন ১১৩, ম্যাককালাম ২২৪, অ্যান্ডারসন ৭৭,; ইশান্ত শর্মা ৬/১৩৪, জহির খান ২/১৩২)
ভারত ১ম ইনিংসে: ১৩০/৪ (রোহিত শর্মা ৬৭*, রাহানে ২৩*; বোল্ট ২/২০)।
…………………………………………………………………………………….
প্রথম দিন শেষে
উইলিয়ামসন-ম্যাককালামের সেঞ্চুরি, প্রথম দিন কিউইদের
ওয়ানডে সিরিজে রীতিমতো ভরাডুবি হয়েছিল ভারতের। ২০০৬ সালের পর এই প্রথম ৪-০তে সিরিজ হেরেছিল তারা। এবার টেস্ট সিরিজেও বুঝি সেই একই পথে। অন্তত ১ম টেস্টের প্রথম দিনশেষে তেমনই ইঙ্গিত।
অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হওয়া সিরিজের ১ম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩২৯ রান। সেঞ্চুরি তুলে নিয়েছেন কেন উইলিয়ামসন এবং ব্রেন্ডন ম্যাককালাম।
এরমধ্যে ১১৩ রান সাজঘরে ফিরেছেন উইলিয়ামসন। কিন্তু ১৪৩ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক ম্যাককালাম। সঙ্গে কোরি অ্যান্ডারসন রয়েছেন ৪২ রানে।
অবশ্য শুরুটা ভাল হয়নি কিউইদের। ৩০ রান তুলতেই তারা হারায় ৩ উইকেট। কিন্তু এরপরই জুটি বাধেন উইলিয়ামসন এবং ম্যাককালাম। দু’জন চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ২২১ রান। উইলিয়ামসন করেছেন ক্যারিয়ারের ৫ম টেস্ট সেঞ্চুরি। ম্যাককালামের এটি ৮ম শতরান।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন পেসার ইশান্ত শর্মা এবং জহির খান।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ৩২৯/৪ (ফুলটন ১৩, উইলিয়ামসন ১১৩, ম্যাকালামম ১৪৩, অ্যান্ডারসন ৪২; ইশান্ত ২/৬২, জহির ২/৯৮)
Discussion about this post