যুবাদের এশিয়া কাপে শ্রেষ্টত্ব ধরে রেখেছে বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতকে উড়িয়ে দিয়েছে তারা। আরেকটি ম্যাচে বিপক্ষেও জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় অন্য গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে শেষ চারে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারত প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে হেরে যায়। আর ফেভারিট বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে উঠল সেমিতে।
কুয়ালালামপুরে মঙ্গলবার বৃষ্টির কারণে ম্যাচ ৩২ ওভারে নামিয়ে আনা হয়। ভারত টস হেরে আগে ব্যাট করতে নামে। তারা ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৪ ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা।
ভারতের সালমান খান ৩৮ বলে ৩৯ রান তুলেন। ৫৩ বলে ৩৪ করেন উইকেটরক্ষক অনুজ। বাংলাদেশের রবিউল হক ৬ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৩ উইকেট নেন।
জবাব দিতে নেমে নাঈম শেখের সঙ্গে ১৩.১ ওভার স্থায়ী ৮২ রানের উদ্বোধনী জুটিতে দলকে দুর্দান্ত সূচনা করেন পিনাক ঘোষ। ৩৮ রান করে ফিরেন নাঈম। দলকে জিতিয়ে পিনাক ৭৭ বলে অপরাজিত ছিলেন ৮১ রানে। তৌহিদ হৃদয় মাত্র ৩২ বলে দুটি চার আর চারটি ছক্কায় অপরাজিত ৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩২ ওভারে ১৮৭/৮ (রানা ১৫, অনুজ ৩৪, পরাগ ১৯, সালমান ৩৯*; হাসান ০/২৮, অনিক ০/৩৪, নাঈম ২/৩৮, রবিউল ৩/৪৩, আফিফ ২/৩৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৩২ ওভারে ১৯০) ২৮ ওভারে ১৯১/২ (পিনাক ৮১*, নাইম ৩৮, সাইফ ১৬, তৌহিদ ৪৮*, মানদীপ ২/৩৬)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী
Discussion about this post