আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে ৪ উইকেটের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে সিরিজ শেষ করলো ২-১ ব্যবধানে। মিরপুরে তৃতীয় টি-টুয়েন্টিতে ভারত নারী দলের বিপক্ষে দাপট দেখালেন বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে তুলে ১০২ রান। শেষ চার ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ এগিয়ে যায়। জবাবে নিগার সুলতানা জ্যোতির দল লক্ষ্য ছুঁয়ে ফেলে ১০ বল হাতে রেখেই। ৪৬ বলে ৩ চারে ৪২ রান করেন শামিমা সুলতানা।
শামিমা বল হাতেও সফল। ১৭ রানে নেন দুই উইকেট। ১৬ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার রাবেয়া খান। তবে শামিমাই ম্যাচেরসেরা।
স্বস্তির ব্যাপার হলো ভারতের বিপক্ষে ১৬ টি-টুয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় জয় এটি। আগের দুটিই ছিল ২০১৮ এশিয়া কাপে। যেখানে শিরোপা জিতেছিল টাইগ্রেসরা।
আগামী রোববার মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশ-ভারতের মেয়েরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১০২/৯ (স্মৃতি ১, শেফালি ১১, জেমিমা ২৮, হারমানপ্রিত ৪০, ইয়াস্তিকা ১২, আমানজত ২, পূজা ২, দীপ্তি ৪, মানি ১, বিদ্দা ১*; মারুফা ৩-০-১৫-০, নাহিদা ৪-০-১৭-২, সুলতানা ৪-০-২৩-১, ফাহিমা ৪-০-২৫-১, রাবেয়া ৪-০-১৬-৩, স্বর্ণা ১-০-৬-১)
বাংলাদেশ: ১৮.২ ওভারে ১০৩/৬ (সাথী ১০, শামিমা ৪২, দিলারা ১, নিগার ১৪, স্বর্ণা ২, সুলতানা ১২, রিতু ৭, নাহিদা ১০; দীপ্তি ৩.২-০-১৫-০, মানি ৪-০-২৮-২, রাশি ৪-০-৩১-০, বিদ্যা ৪-০-১৬-২, শেফালি ১-০-৪-০, জেমিমা ২-০-৯-১)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ভারত ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: শামিমা সুলতানা
Discussion about this post