ওভালে সকালটায় ছিল রোমাঞ্চের ছোঁয়া! মনে হচ্ছিল প্রাণহীন টেস্ট ম্যাচটা জমিয়ে তুলতে পারে ভারত! কিন্তু সকালের সেশনেই বিরাট কোহলি-রোহিত শর্মাদের সর্বনাশ। ভারতকে উড়িয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি অস্ট্রেলিয়ার।
অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনে ভারত অলআউট ২৩৪ রানে। অথচ রোমাঞ্চকর শেষের যে ইঙ্গিত ছিল আগের দিন। কিন্তু ফাইনালের শেষ দিনে ভারত এক সেশনেই অলআউট। দুর্দান্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
দা ওভালে অস্ট্রেলিয়া জিতল ২০৯ রানে। ৪৪৪ রানের লক্ষ্য তাড়ায় ভারত অল আউট হয় ২৩৪ রানে। তার পথ ধরে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটের একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।
রোববার টেস্টের শেষ দিনে ভারতের জিততে দরকার ছিল ২৮০ রান, অস্ট্রেলিয়ার ৭ উইকেট। ভারত করতে পারল মাত্র ৭০ রান। এর মানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরের ফাইনালেই হার দেখল ভারত। প্রথম আসরে তাদের ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
শেষ দিনে বিরাট কোহলি আগের দিনের (৪৪) সঙ্গে ৫ যোগ করেই বিদায় নেন। এক বল পর শূন্য রানে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে আউট রবীন্দ্র জাদেজা। তারপর বালির বাধের মতো সব ভেঙে পড়ল। শেষ ৪ উইকেটের তিনটিই তুলেন নাথান লায়ন। তবে প্রথম ইনিংসে ১৬৩ রান করে ম্যাচের সেরা ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৬৯/১০
ভারত ১ম ইনিংস: ২৯৬/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৭০/৮ ডিক্লে.
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৪) ৬৩.৩ ওভারে ২৩৪/১০ (কোহলি ৪৯, রাহানে ৪৬, জাদেজা ০, ভারত ২৩, শার্দুল ০, উমেশ ১, শামি ১৩*, সিরাজ ১; কামিন্স ১৩-১-৫৫-১, বোল্যান্ড ১৬-২-৪৬-৩, স্টার্ক ১৪-১-৭৭-২, গ্রিন ৫-১৩-০-০, লায়ন ১৫.৩-২-৪১-৪)
ফল: ২০৯ রানে জিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: ট্রাভিস হেড
Discussion about this post