ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছু বুঝে উঠার আগেই নেই দুই উইকেট। শঙ্কা জাগছিল। মনে হচ্ছিল বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও তেমন সুফল পাবে না বাংলাদেশ। যদিও পড়ন্ত বেলায় লড়লেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটেই স্বস্তি।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৯ রানে অলআউট করে বাংলাদেশ দিন শেষ করে দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩ উইকেটে ৪৭ রান।
প্রথম ইনিংসের ১৭১ রানের লিড। সব মিলিয়ে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ। মুশফিক দিন শেষ করেন ১০ ও মুমিনুল ৩১ রানে। অবশ্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলমান টেস্টে এখনই জয়ের পথ করে নিয়েছে টাইগাররা। কারণ চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না ওয়েস্ট ইন্ডিজের।
বড় নিয়ে ইনিংস শুরু করলেও চাপে পড়ে যায় বাংলাদেশ। কারণ তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত বিদায় নেন রান না তুলেই। এরপর সাদমান ইসলাম ৫ রানে আউট। বাংলাদেশের মতো স্পিনেই আক্রমণ শুরু করে উইন্ডিজ। একপাশে কেমার রোচের পেস ও আরেক পাশে রাকিম কর্নওয়াল। তারপর ধরে ইনিংসের দ্বিতীয় ওভারেই কর্নওয়ালের বলে তামিম এলবিডব্লিউ।
তারপরই কর্নওয়ালের বাইরের বল শক্ত হাতে খোঁচা মেরে আউট শান্ত। বারবার হতাশ করছেন তিনি। সাদমান দেখে শুনে খেললেও শ্যানন গ্যাব্রিয়েলের বাউন্সারে শেষ তার ইনিংস।
ঊরুতে চোট পাওয়া সাকিব শুক্রবার মাঠে নামতে পারেন নি। তাকে ছাড়াই ভাবতে হচ্ছে বাংলাদেশকে। যদিও তাকে বড় প্রোয়াজন ছিল। তবে বল হাতে মেহেদী হাসান পুষিয়ে দিলেন সাকিবের অভাব। ৫ উইকেটে ২৫৩ রান থেকে উইন্ডিজ অলআউট ২৫৯ রানে। ২৩ বলের মধ্যে ৬ রানে হারায় ৫ উইকেট।
সেঞ্চুরির পর ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন মুস্তাফিজ, নাঈম ও তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৬.১ ওভারে ২৫৯/১০ (ব্র্যাথওয়েট ৭৬, বনার ১৭, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, জশুয়া ৪২, কর্নওয়াল ২, রোচ ০, ওয়ারিক্যান ৪, গ্যাব্রিয়েল ০*; মুস্তাফিজ ১৫-৪-৪৬-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ২৬-৯-৫৮-৪, তাইজুল ৩৩.১-১১-৮৪-২, নাঈম ১৬-১-৫৪-২)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২০ ওভারে ৪৭/৩ (সাদমান ৫, তামিম ০, শান্ত ০, মুমিনুল ৩১*, মুশফিক ১০*; রোচ ৪-১-৫-০, কর্নওয়াল ৯-১-২৮-২, গ্যাব্রিয়েল ৬-০-১৩-১, ওয়ারিক্যান ১-০-১-০)।
#৩য় দিন শেষে।
Discussion about this post