বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এখন দুই ভাগে বিভক্ত। এক ভাগে ব্রাজিল, আরেক ভাগে আর্জেন্টিনা। এবার সেই ভক্তদের সামনে জ্বিভে জল আনা এক ম্যাচের মঞ্চ তৈরি। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। ১১ জুলাই বাংলাদেশ সময় সকালে ট্রফির লড়াইয়ে নামবেন নেইমার-লিওনেল মেসিরা।
অবশ্য এমন একটা ফাইনালে চেয়েছিলেন খোদ নেইমার। তিনি চেয়েছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনা পা রাখুক ফাইনালে। বুধবার কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকার রোমাঞ্চে ঠিকই মুগ্ধতা ছড়াল আর্জেন্টিনা। সমর্থকদের মনে স্বস্তি দিয়ে তারা পৌঁছে গেল স্বপ্নের সেই ফাইনালে। ফুটবলের ভাষায় এবার হবে- ‘সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাস’। এটিকেই বলা হচ্ছে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দ্বৈরথ।
নান্দনিক ফুটবলের পসরা নিশ্চয়ই বসবে ফাইনালে। ইতিহাস বলছে- ১৪ বছর পর কোপা আমেরিকায় দেখা মিলছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই।
২০০৭ সালে আর্জেন্টিনা শেষবার এই টুর্নামেন্টে খেলেছিল ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচ আর্জেন্টিনা ভুলতেই চাইবে। যেখানে আর্জেন্টিনা হেরেছিল ০-৩ গোলে। তবে সবার চোখ মেসির দিকেই। ক্লাব ফুটবলে সবই পেয়েছেন। জাতীয় দলের হয়ে নেই কিছুই। বয়স ৩৪ হয়েছে। এবারই শেষ সুযোগ এই কিংবদন্তির।
দল আছে সাফল্যের ধারায়। টানা ১৯টি ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল এই ব্রাজিলের কাছে। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে। সেই সাফল্যের সঙ্গে এটাই বলতে হবে কোপার বর্তমান চ্যাম্পিয়ন তো নেইমারের ব্রাজিল। সন্দেহ নেই লড়াইটা বেশ জমবে এবার।
Discussion about this post