ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেলজিয়াম ২ : ব্রাজিল ১
সত্যিকার অর্থেই বিশ্বকাপটা অঘটনের অন্যনাম হয়েই থাকল। কিন্তু শুক্রবার রাতে বেলজিয়ামের কাছে ব্রাজিলের এই হারকে কি বলবেন? অঘটন, অপ্রত্যাশিত? না, একটু ভেবে বলুন। কারণ রাশিয়ায় পা রেখেই যে উড়ন্ত গতির ফুটবল খেলেছে বেলজিয়াম, এখানে তো তারই প্রদর্শন হয়েছে। ঝড় তুলে জিতেছে রেড ডেভিলসরা। কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতেও ঠিক তাই হল। কাজান এরিনায় ৫বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে তারা হারাল ২-১ গোলে। এই জয়ে দল উঠে গেল রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে।
বেলজিয়াম ফাইনালে উঠার লড়াইয়ে পাচ্ছে ফ্রান্সকে। দিনের আরেক ম্যাচে ফরাসিরা ২-০ গোলে হারায় উরুগুয়েকে!
কান্না চেপে মাঠ ছাড়লেন নেইমার, মার্সেলোরা। অন্যপ্রান্তে সেই ১৯৮৬ সালের পর আবারো শেষচারে পা রাখল বেলজিয়াম। ৩২ বছর পর ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনদের এই সোনালী বুঝিয়ে দিল বিশ্বকাপ জিততে তারা প্রস্তুত।
ম্যাচটাতে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। ১৩ মিনিটে ব্রাজিলেরই ফার্নান্দিনহোর আত্মঘাতি গোল। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় লাগিয়ে নিজেই বল পাঠিয়ে দেন নিজেদেরই জালে।
এরপর ৩১ মিনিটে অসাধারন এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন। তারপর ৭৬ মিনিটে রেনাতো আগুস্তোর গোল উত্তেজনা ফিরিয়ে আনে ম্যাচে। কিন্তু শেষরক্ষা হয়নি। বেলজিয়ামের পোস্টে ২৭টা নিয়েও গোল মাত্র একটি। অপ্রত্যাশিত এই হারের পর ব্রাজিল কোচ তিতে জানাচ্ছিলেন, ‘দেখুন যদি আপনি ফুটবল পছন্দ করেন, ম্যাচটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আনন্দ দেবে। আপনি যদি নিরপেক্ষ হয়ে ম্যাচটা দেখতে পারেন তাহলে আপনিও বলবেন-অসাধারন এক ম্যাচ! ফুটবল ভালোবাসা যে কেউ এটাকে সুন্দর একটা ম্যাচ হিসেবে দেখবে।’
Discussion about this post