ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রাশিয়া বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। টানা দুটো আন্তর্জাতিক ম্যাচে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে প্রীতি ম্যাচে বুধবার সকালে (বাংলাদেশ সময়) এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল। দিনের আরেক ম্যাচে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচটা মনে রাখারই মতে হবে রিচার্লিসনের। ব্রাজিলের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল পেলেন এই ফরোয়ার্ড। দলের হয়ে একটি করে গোল নেইমার, ফিলিপ্পো কৌতিনহো ও মার্কিনিয়োস। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে যাওয়া দলটি তুলে নিল টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছিল নেইমারের দল।
ম্যাচে দুর্দান্ত খেলেছেন নেইমার। একটি গোল করিয়েছেন। আবার গোল করিয়েছেনও। এবার আন্তর্জাতিক ফুটবলে ৫৯তম গোল পেলেন এই তারকা স্ট্রাইকার। ব্রাজিল দলে তার সামনে আছেন দুই কিংবদন্তি রোনালদো (৬২) ও পেলের (৭৭)।
এদিকে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়া আগের ম্যাচ জিতলেও এবার হোচট খেলো। গুয়াতেমালকে ৩-০ গোলে হারালেও পারেনি কলম্বিয়ার সঙ্গে। তবে গোল না পেলেও মন্দ খেলেনি দলটি। কিন্তু আক্রমণভাগে মেসির অভাবটা কিছুতেই পূরণ হচ্ছে না। জানা গেছে নতুন কোচ লিওনেল স্কালেনি তার সেরা ফুটবলারকে জাতীয় দলে ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন। হয়তো আসছে বছর ফের জাতীয় দলে দেখা যেতে পারে মেসিকে।
এদিকে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের গ্রুপ চারের ম্যাচে ৬-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে স্পেন। স্পেনের মাঠে গোল স্বাগতিকদের হয়ে গোল উৎসবের শুরুটা করেন সাউল নিগেস। এরপর মার্কো আসেনসিও, রদ্রিগো, সার্জিও রামোস ও ইসকো গোল করেন। আরেকটি ছিল আত্মঘাতি গোল।
Discussion about this post