ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো চমক দিয়ে তার নাম ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাবার মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত ক্রেইগ ম্যাকমিলান বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদে যোগ দিতে অনীহা প্রকাশ করেন। দ্বায়িত্ব নেওয়ার আগেই ছেড়ে দেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার। এ অবস্থায় শ্রীলঙ্কা সফরে হয়তো বাংলাদেশ দল ব্যাটিং কোচ ছাড়াই যেতে পারে!
এরইমধ্যে ইঙ্গিত মিলেছে এখনই ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা নেই বিসিবির। কারণ হাতেও তেমন সময় নেই। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বাড়তি দায়িত্ব দিয়ে শ্রীলঙ্কায় পাঠানো হবে।
এমনিতে ম্যাকমিলানের সঙ্গে বিসিবির চুক্তি ছিল খণ্ডকালীন। প্রথমে একটি মাত্র সিরিজের জন্য তাকে নিয়োগ দেয়া হয়। এরপর কাজে সন্তুষ্টি এলে বিসিবি দীর্ঘমেয়াদে তাকে রাখার কথা ভাবতো বিসিবি। এ অবস্থায় তাকে তো আর পাওয়া হচ্ছে না। এমন কী আইপিএলের জন্য এখন কোচও মিলছে।
আইপিএল শেষের অপেক্ষাতে আছে বিসিবি। তারপর পরিস্থিতি বুঝে তারা বেছে নেবে একজন ব্যাটিং কোচ। বোর্ডের ভাবনা দীর্ঘমেয়াদী একজন কোচ।
এমনিতে গত চার বছরে কাজ মুশফিকুর রহিম ও তামিম ইকবালদের ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনজন। থিলান সামারাবিরা, মার্ক ও’নীল ও নিল ম্যাকেঞ্জি। এরমধ্যে ম্যাকেঞ্জি দুই বছর, থিলান দেড় বছর ও মার্ক খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে ছিলেন।
এ অবস্থায় ব্যাটিং কোচ ছাড়াই চলছে মিরপুরের শেরেবাংলায় অনুশীলন। যেখানে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি ছাড়া কোচিংস্টাফের সবাই যোগ দিয়েছেন। সব ঠিক থাকলে এ মাসের শেষে ৩ টেস্টের সিরিজ খেলতে টাইগাররা যাবে শ্রীলঙ্কায়।
Discussion about this post