দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু কে জানতো এরপর এলোমেলো হয়ে যাবে বোলিং লাইন আপ? সেন্ট লুসিয়ার টেস্টের দ্বিতীয় দিনটা শেষ অব্দি ভাল কাটল না। বাংলাদেশের বোলিং ছিল সাদামাটা। এই সুযোগে শতরান তুললেন কাইল মেয়ার্স। আর প্রথম টেস্ট জয়ের পর সিরিজের দ্বিতীয় টেস্টেও দাপট থাকল ওয়েস্ট ইন্ডিজের।
শনিবার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২য় দিনের খেলা শেষে উইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ১ম ইনিংসে তুলেছে ৩৪০ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৩৪। তার মানে এখন অব্দি ১০৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
দারুণ খেলে ১৮০ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১২৬ রানে অপরাজিত মেয়ার্স। সঙ্গে জশুয়া দা সিলভা ২৬ রানে ব্যাট করছেন।
অথচ সকালের দিকে ৩২ রানে ৪ উইকেট তুলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই পথ হারায় দল। দিন শেষে এনিয়ে হতাশা শোনাল রাসেল ডমিঙ্গোর কথায়। বাংলাদেশ কোচ বলছিলেন, ‘দেখুন, প্রথম সেশনে অসাধারণ বোলিং করেছি আমরা। কিন্তু লাঞ্চের পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু আলগা বল করেছি। যখন ওভার দা উইকেট করার কথা, তখন রাউন্ড দা উইকেট করেছি। যথেষ্ট পরিমাণে ধৈর্য না ধরে মৌলিক কিছু ভুল করেছি আমরা।’
৬৮ রানে ২ উইকেট নিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। পেসার সৈয়দ খালেদ আহমেদও তুলেছেন ২ উইকেট। সন্দেহ নেই টেস্টে চাপেই থাকল সাকিব আল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩৪ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১; রোচ ১৫-৩-৫৭-০, সিলস ১৪.২-৪-৫৩-৩, জোসেফ ১৫-১-৫০-৩, ফিলিপ ৯-১-৩০-২, রিফার ৩-১-৬-০, মেয়ার্স ৮-০-৩৫-২)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৬৭/০) ১০৬ ওভারে ৩৪০/৫ (ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্পবেল ৪৫, রিফার ২২, বনার ০, ব্ল্যাকউড ৪০, মেয়ার্স ১২৬*, জশুয়া ২৬*; শরিফুল ১৭-৬-৬৭-১, খালেদ ২১-১-৭৭-২, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩১-৮-৬৮-২)।
# শনিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে।
Discussion about this post