ক্রিকবিডি২৪.রিপোর্ট
কাঁধের চোটে ভুগছেন প্রায় ছয় মাস। যে কারণে এতোদিন বল হাতে নিতেই পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এ ডানহাতি স্পিনার দিয়েছেন সুখবর। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হাত ঘোরাতে তৈরি।
কাঁধের ব্যথার কারণে গত কিছুদিন সাইড আর্ম ডেলিভারি করছিলেন মাহমুদউল্লাহ। তবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পের আগে এ ডানহাতি মাথার ওপর থেকে নিজের স্বাভাবিক ডেলিভারিগুলো দিতে পেরেছেন। যে কারণে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
এরআগে গত ২০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডেতে ডাইভ দিতে গিয়ে ডান কাঁধে চোট পেয়েছিলেণ মাহমুদউল্লাহ। সেই ব্যথায় এতোদিন নিজের স্বাভাবিক বোলিং করতে পারেননি এই অফ স্পিনিং অলরাউন্ডার।
মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে বোলিং অনুশীলন করেন মাহমুদউল্লাহ। ৬ ওভার বোলিং করার পর জানান, এখন একদমই ব্যথা মুক্ত তিনি, ‘বোলিংটা আমি খুব মিস করছিলাম কারণ এটা আমাকে বাড়তি একটা আত্মবিশ্বাস দেয় ব্যাটিংয়ে। মনে করি যে, ব্যাটিংয়ে না পারলেও বোলিং দিয়ে দলের জন্য কিছুটা অবদান রাখতে পারি। এখন ভালো লাগছে। আশা করি, সুস্থ থাকলে আসন্ন সিরিজে হয়ত বোলিং করতে পারব।’
Discussion about this post