স্যার ডন ব্র্যাডম্যানের বিদায়ের স্মৃতি যেন ফিরে এসেছে। গোটা ক্যারিয়ারে মাথা উচু করে ব্যাট করেছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি। কিন্তু ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে শুন্য রানে আউট! অ্যাথলেটিক্স ট্র্যাকে এমন ট্র্যাজেডির শিকার হলেন উসাইন বোল্ট। যিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডের মালিক। কিন্তু শেষ ইভেন্টে দৌড় শেষই করতে পারলেন না বোল্ট। জ্যামাইকা দলকে হতাশ করে ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতল গ্রেট ব্রিটেন।
এর আগে এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। জাস্টিন গ্যাটলিনের কাছে হারেন বোল্ট। অলিম্পিকে আটটি সোনা জয়ী মহাতারকা রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকেন। আর শনিবার লন্ডন অলিম্পিকে সোনা জিতে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। কিন্তু সেটাও হল না!
৪*১০০ মিটার রিলেতে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করে গ্রেট ব্রিটেন। ৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতে যুক্তরাষ্ট্র। ৩৮.০৪ সেকেন্ডে ব্রোঞ্জ জাপানের। সবার শেষে বোল্টের হাতে যখন ব্যাটন, জ্যামাইকা তখন ছিল তৃতীয়স্থানে। মনে হচ্ছিল বিদ্যুৎ গতিতে ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক চলে যাবেন প্রথমে। কিন্তু হল না। কিছুদূর যাওয়ার পর পায়ে টান খেয়ে খোড়াতে থাকেন। এরপর ট্র্যাকে পড়ে যান। এর মধ্য দিয়ে ব্যর্থতার এক কাব্য রচিত হয়।
কে জানতো সর্বকালের সেরা স্প্রিন্টারের বিদায়টা এমন ট্র্যাজেডি হয়ে থাকবে!
Discussion about this post