ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার সুখবর পাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সাকিব আল হাসানদের পাশাপাশি বেতন বাড়ছে সালমা খাতুনদেরও। ক্রিকেটারদের আন্দোলনের পড় নড়েচড়ে বসেছেন ক্রিকেট কর্তারা। একইসঙ্গে জানা গেল মেয়েদের ক্রিকেটেও টেস্ট মর্যাদা চায় বাংলাদেশ। এনিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। আগামী বছর থেকে ঘরোয়া ক্রিকেটে শুরু হবে বড় দৈর্ঘ্যের ম্যাচ।
বিসিবির মহিলা ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল এমনই তথ্য দিলেন। জানান সালমা খাতুন-রুমানা আহমেদদের জন্য সুযোগ-সুবিধা কিছুটা বাড়ালেন তারা। বলেন, ‘ওদের বেতন টিএ-ডিএ যেমন বাড়ছে আমাদের হোম এবং অ্যাওয়ে সিরিজও বেড়েছে, টুর্নামেন্টও বাড়ছে। যাদের স্যালারি ছিল ১৫ হাজার, আমরা তাদের স্যালারি ২০ হাজার বা ২৫ হাজারে নিয়েছি। যার ছিল ২০ হাজার তাকে ৩০ হাজারে নিয়েছি। সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতন পাচ্ছে। আমরা ১৬-১৭ জনকে স্যালারি দেই। আমি সব সময় বলি, এটা অর্জন করতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে। মেয়েরা কিন্তু তুলনামূলক ভালোই করছে।’
মেয়েদের টেস্ট স্ট্যাটাস নিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আমরা কিন্তু টেস্ট স্ট্যাটাস এখনও পাইনি। যদি টেস্ট স্ট্যাটাস পেতে হয় আমাদের কিন্তু লঙ্গার ভার্সনে যেতে হবে। আগামী বছর থেকে আমরা লঙ্গার ভার্সন শুরু করতে যাচ্ছি।’
এদিকে রোববার নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে মেয়েরা।
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৪ উইকেটে হার মানে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট তারা। এরপর ৩৩.৪ ওভারে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
Discussion about this post