ঘূর্ণিঝড় ‘কোমেন’ আর শ্রাবনের বৃষ্টি, দুইয়ের দাপটে ঢাকা টেস্টের পুরো একটা দিন শেষ! শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
এমনিতে অঝোর ধারার বৃষ্টি দেখে শুক্রবার হোটেল থেকে মাঠেই আসেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকান দলের ক্রিকেটাররা।
এর আগে ঢাকায় প্রথম দিনটা ভাল কাটল না বাংলাদেশের। বৃহস্পতিবার দিন শেষে টাইগারদের রান ৮ উইকেটে ২৪৬। আশার প্রতীক হয়ে উইকেটে আছেন নাসির হোসেন, ১৩ রান নিয়ে।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংসে: ৮৮.১ ওভারে ২৪৬/৮ (তামিম ৬, ইমরুল ৩০, মুমিনুল ৪০, মাহমুদউল্লাহ ৩৫, মুশফিক ৬৫, সাকিব ৩৫, লিটন ৩, নাসির ১৩*, শহীদ ১; ডুমিনি ৩/২৭, স্টেইন ৩/৩০, এলগার ১/২২, মর্কেল ১/৪৫)
Discussion about this post