ইঙ্গিতটা ছিল আগেই। বৃষ্টিতে পণ্ড হতে পারে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টি-টুয়েন্টি। শেষ অব্দি তাই হয়েছে। ৫ বছর পর ডমিনিকায় আন্তর্জাতিক ম্যাচ ঘিরে আনন্দের রঙ ছড়িয়েছিল, তা ফিকে হয়ে গেল। হারিকেন মারিয়ার ছোবলে জাতীয় উৎসবের আমেজ থাকা ম্যাচটা শেষই করা গেল না!
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বেরসিক বৃষ্টিতে। এই ভেন্যুতেই রোববার রাতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে এই দুই দল।
এবার যদি বৃষ্টি থামে। কারণ উৎসবের জন্য মুখিয়ে আছে ডমিনিকা। আগের দিনই তো টসের সময় মাঠে থাকলেন ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট। গ্যালারিতে ছিলেন দর্শকরা। সন্দেহ নেই রোববারও দেখা যাবে এমন দৃশ্য!
শনিবার যতোটুকু খেলা হলো তাতে দেখা মিলল সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের ব্যাটিং। ডমিনিকার উইন্ডসর পার্কে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। খেলার অষ্টম ওভারে ফের বৃষ্টি নামলে ম্যাচ দাঁড়ায় ১৪ ওভারে। তারপরও এক ইনিংস শেষ হয়নি। বাংলাদেশ ইনিংসের ১৩ ওভারের পর ফের বৃষ্টি হতেই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।
১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশ ইনিংস শুরু করেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। প্রায় ৮ বছর পর এই সফর দিয়ে টেস্টে ফেরেন এনামুল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ : ১৩ ওভারে ১০৫/৮ (মুনিম ২, এনামুল ১৬, সাকিব ২৯, লিটন ৯, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, সোহান ২৫, মেহেদি ১, নাসুম ৭*, শরিফুল ০*; আকিল ৩-০-২২-১, শেফার্ড ৩-০-২১-৩, ম্যাককয় ২-০-১৬-১, স্মিথ ২-০-২২-১, ওয়ালশ ৩-০-২৪-২)
ফল: ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ০-০ সমতা।
Discussion about this post