জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসরের শুরুতেই বৃষ্টি আর দুর্বল অবকাঠামোর কারণে একের পর এক ম্যাচ মাঠে গড়াতে ব্যর্থ হচ্ছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে একদিনের বৃষ্টিতেই মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। বিসিবির পরিচালক আকরাম খান নিশ্চিত করেছেন, মাঠ স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে। এ কারণেই ১৫ ও ১৬ সেপ্টেম্বরের ম্যাচগুলো বগুড়া থেকে সরিয়ে রাজশাহীতে নেওয়ার সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট কমিটি।
তবে রাজশাহীতেও বৃষ্টির থাবায় ভেসে গেছে ম্যাচ। আজ সকালে বরিশাল ও ঢাকা বিভাগের ম্যাচ এবং বিকেলে খুলনা ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিকেলে খানিকটা রোদ উঠলেও ভেজা আউটফিল্ডের কারণে মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি। এর ফলে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো।
এর আগে ১৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচ ৫ ওভারের কার্টেল ওভারে অনুষ্ঠিত হলেও বগুড়ায় সিলেট ও রংপুরের ম্যাচ মাঠে গড়ায়নি। এ অবস্থায় বগুড়ার পরবর্তী ম্যাচগুলোও রাজশাহীতে সরানো হয়, যা নিয়ে স্থানীয় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই টিকিটের টাকা ফেরতের দাবি তুলেছেন।
পরিস্থিতি বিবেচনায় এনসিএল সূচিতে পরিবর্তন আসছে। টুর্নামেন্টে ১৭ সেপ্টেম্বর একদিন বিরতি দেওয়া হবে। ১৯ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও নতুন পরিকল্পনায় ২০ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে সিলেট পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে, যা একদিন পিছিয়ে দেওয়া হলো।
১৬ সেপ্টেম্বর রাজশাহী ও খুলনা এবং রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচ রয়েছে সূচিতে। তবে একই কারণে এগুলোও অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে ঘরোয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Discussion about this post