প্রথম আসরের সাফল্যে উজ্জীবিত হয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর আয়োজন করা হয়েছিল রাজশাহী ও বগুড়ায়। শুরু থেকেই দর্শকদের অংশগ্রহণ চোখে পড়লেও টুর্নামেন্ট ভেসে যায় বৃষ্টির জলে। উদ্বোধনী দিনেই রাজশাহীর ম্যাচটি সীমিত হয়ে দাঁড়ায় পাঁচ ওভারের খেলায়, আর বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয় একেবারে।
আয়োজকরা ভেবেছিলেন ভেন্যু পরিবর্তনে হয়তো সমস্যার সমাধান হবে। তাই বগুড়ার ম্যাচগুলো সরিয়ে আনা হয় রাজশাহীতে। কিন্তু সেখানে টানা বৃষ্টিতে ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচ মাঠে গড়াতেই পারেনি। শেষ পর্যন্ত অনিশ্চিত আবহাওয়ার কারণে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয় অনির্দিষ্টকালের জন্য।
তবে অপেক্ষার শেষ হচ্ছে শিগগিরই। নতুন সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে আবার মাঠে ফিরছে এনসিএল টি-টোয়েন্টি। এবার সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে, যেখানে আয়োজকরা আশা করছেন অনুকূল আবহাওয়ায় নির্বিঘ্নে শেষ হবে আসরটি।
এবারের আসরে অংশ নিচ্ছে আগের মতোই আটটি দল- ঢাকা, ঢাকা মেট্রো, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম।
নেতৃত্বে খুব বেশি পরিবর্তন আসেনি এবার। গত আসরের মতোই ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার নাইম শেখ, আর চ্যাম্পিয়ন রংপুরের দায়িত্ব থাকছেন উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীর হাতে। চট্টগ্রামে ইয়াসির আলী চৌধুরী রাব্বি থাকছেন অধিনায়কের আসনে। ঢাকার দায়িত্বে এসেছে পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।
অভিজ্ঞদের মধ্যে খুলনার অধিনায়ক হয়েছেন মোহাম্মদ মিঠুন। রাজশাহীর নেতৃত্বে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান।
Discussion about this post