ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার দুপুরে বুকে বেশি ব্যথা অনুভব করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান। তারপরই ঝুঁকি এড়াতে তাকে কলকাতার বাইপাসের পাসে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর- মঙ্গলবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। সেই ব্যথা বুধবার দুপুরে ব্যথা বাড়লে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন ভারতের সাবেক অধিনায়ক। জানা গেছে, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এর আগে সপ্তাহ দুয়েক আগে হৃদরোগের আক্রান্ত হন ৪৮ বছর বয়সী মহা তারকা সৌরভ। সে সময় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে তার শরীরে বসানো হয়েছিল দুটি স্টেন্ট। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়ে সৌরভের। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার। এরপর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে স্টেন্ট বসানো হয়। জানা যায় বাইপাস করা লাগবে না।
সুস্থ হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিকই ছিল। হাসপাতাল থেকে বেরিয়ে মহারাজ বলেন, ‘জীবন ফিরে পেলাম।’ বুধবার ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। এ অবস্থায় এক-দুই দিন হাসপাতালে ভর্তি রাখা হতে পারে তাকে। যদিও এখনও এই বিষয়ে কোনও নির্দিষ্ট খবর নেই।
হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ আছেন সৌরভ। পারিবারিক সূত্রে এমনই জানিয়েছে।
Discussion about this post