এখনো চেহারায় লেগে আছে কৈশোর সুলভ মায়া। হাসিব হামিদ ইংল্যান্ডের নতুন তারকা। এবার রীতিমতো এক রেকর্ড গড়ে ফেললেন তিনি। সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া এই ক্রিকেটারটি ভাঙ্গলেন অনেক পুরনো এক রেকর্ড। মাত্র ১৯ বছর ২৯৭ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হল। সব মিলিয়ে পঞ্চম কনিষ্ঠতম ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্টে পথচলা শুরু হল হাসিবের।
রাজকোটে ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসে হামিদ অবশ্য ফিরে যান ৩১ রানে। তবে ইতিহাসে ঠিক উঠল তার নাম।
১৯৩৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে মাত্র ১৯ বছর ৮৩ দিন বয়সে টেস্ট অভিষেক হয় ডেনিস কম্পটনের। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেক হয় ব্রায়ান ক্লোজের। ১৯৪৯ সালে মাত্র ১৮ বছর ১৪৯ দিন বয়সে সাদা পোশাকে মাঠে নামেন। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।
১৯০৫-০৬ মৌসুমে জোহানেসবার্গে ১৯ বছর ৩২ দিন বয়সে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় জ্যাক ক্রফোর্ডের। ১৯৯৭ সালে নটিংহামের ট্রেন্টব্রিজে ১৯ বছর ২৬৯ দিন বয়সে অভিষেক হয় বেন হোলিওকের।
হাসিব হামিদ অবশ্য পুরোপুরি ইংলিশ নন। বাবা-মা দুজনই ভারতের গুজরাটের। অবশ্য ল্যাঙ্কাশায়ারে বেড়ে ওঠেন হামিদ। তারপর কৈশোর পেরোনোর আগেই কাউন্টি ক্রিকেটে খেলতে শুরু করেন।
এদিকে হাসিবের স্মরণীয় ম্যাচে সুবিধাজনক স্থানে ইংল্যান্ড। ১ম ইনিংসে ১ম দিন শেষে বুধবার ভারতের বিপক্ষে তুলেছে ৪ উইকেটে ৩১১ রান। জো রুট ১২৪ রান করেন। মঈন আলি দিন শেষে ৯৯ রানে অপরাজিত।
Discussion about this post