অক্টোবরে হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কিন্তু এই নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকার ক্লাব সংগঠকেরা। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঘটনাবলীতে ক্রিকেট সংগঠকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।
রোববার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনেরর ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন।
বোরহানুল বলেন, ‘বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।’
সভাপতি রফিকুলও একই সুরে যোগ করেন, ‘আমরা জানতে পেরেছি, অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার চক্রান্ত হচ্ছে। বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি দিয়ে বোর্ড চালানোর কথা নেই। অ্যাডহক কমিটি যে রকম পরিবেশ–পরিস্থিতিতে করার প্রয়োজন পড়ে, সে রকম পরিবেশ-পরিস্থিতিও এখন নেই। আমরা নির্বাচন চাই।’
তবে ষড়যন্ত্রকারীদের পরিচয় নিয়ে তারা স্পষ্ট কোনো জবাব দেননি। কখনো বলেছেন ‘আমরা শুনেছি’, কখনো বলেছেন ‘এটা ওড়া কথা’।
সংগঠকদের অসম্মান প্রসঙ্গে রফিকুল আরও বলেন, ‘আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাকে অসম্মানিত করা হচ্ছে। তার ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে এগুলো মেলানো উচিত নয়। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ক্রিকেটের ভালো চায় না।’
যদিও নাম প্রকাশ করেননি, তবে ইঙ্গিত ছিল বিসিবির পরিচালক মাহবুবুল আনামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের দিকে। তাঁ ব্যক্তিগত কিছু বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার মুখে পড়ে তিনি ঘোষণা দেন, এবার নির্বাচনে অংশ নেবেন না।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে সাধারণ সম্পাদক বোরহানুল বলেন, ‘এটা মাহবুব ভাইয়ের ব্যক্তিগত বিষয়।’ পরে অবশ্য যোগ করেন, ‘আমার মনে হয় না, কারোরই ওনার সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি আছে। ক্রিকেট সংগঠক হিসেবে ওনার তুলনা হয় না।’
সংগঠকেরা জোর দিয়ে বলেন, বিসিবির নির্বাচন অবশ্যই বর্তমান গঠনতন্ত্র মেনে হতে হবে। ভবিষ্যতে পরিবর্তনের দরকার হলে বার্ষিক বা বিশেষ সভার মাধ্যমেই তা করা উচিত। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি প্রসঙ্গে রফিকুল বলেন, ‘অ্যাডহক কমিটিগুলো থেকে যোগ্য অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির কাউন্সিলর অ্যাডহক কমিটি থেকেই আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আশা করি, যোগ্যরাই বিসিবির কাউন্সিলর হবেন।’
Discussion about this post