ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টিতেই সর্বনাশ। ম্যাচের প্রথম দিনটা একেবারেই পরিত্যক্ত। দ্বিতীয় দিনে খেলা হল মাত্র ৯ ওভার। তবে শেষদিনে আর প্রাণ পায়নি প্রস্তুতি ম্যাচ। সংগতভাবে বিসিবি একাদশের সঙ্গে জিম্বাবুয়ের ম্যাচটি ড্র হয়েছে। বাংলাদেশে টেস্ট দলে থাকা দুই ব্যাটসম্যানের একজন অবশ্য সফল। অন্যজন ব্যর্থ।
নাজমুল হোসেন শান্ত কিছুটা হলেও প্রস্তুতি সেরে নিয়েছেন। তবে ওপেনিংয়ে নেমে চটজলদি ফিরে গেছেন আরিফুল হক। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটাতে সময় এতোটাই কম ছিল যে প্রস্তুতিটা কোন দলই ঠিক মতো সেরে নিতে পারেনি। তার মধ্যেই কিছুটা সময় ব্যাট হাতে লড়েছেন শান্ত। তিনি অপরাজিত থাকেন ২২ রানে।
এর আগে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ১২ রান নিয়ে দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। এবাদত হোসেন শুরুতেই ফেরান ক্রেইগ আরভিনকে। এরপর ব্রেন্ডন টেলরকেও দ্রুত সাজঘরের পথ দেখিয়ে দেন এবাদত। হ্যামিল্টন মাসাকাদজা ৩৯ রানে আউট। শন উইলিয়ামস করেন ২৯ রান।
আর ৫ উইকেটে ১৪৫ রানে ইনিংস ঘোষণা করেন জিম্বাবুয়ে ক্যপ্টেন মাসাকাদজা। সিকান্দার রাজা ৩২ তখন ব্যাটিংয়ে ছিলেন। আর ১৩ রানে ২ উইকেট নিয়েছেন এবাদত।
এখন টেস্টের লড়াই। ৩ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৪৫/৫ ইনিংস ঘোষণা (মাসাকাদজা আহত অবসর ৩৯*, আরভিন ১, টেইলর ৫, চাকাভা ১৪, উইলিয়ামস আহত অবসর ২৯*, রাজা ৩২*, মুর ১৪, বুর্ল ৩*; শাহাদাত ৮-১-২০-০, রুবেল ৯-৪-২২-১, এবাদত ৬-২-১৩-২, আবু হায়দার ৪-১-১১-০, আরিফুল ৪-০-১২-০, আফিফ ৫-১-১৭-১, মোসাদ্দেক ৭-০-২৮-০, আফ্রিদি ৩-০-১১-১)
বিসিবি একাদশ ১ম ইনিংস: ১৮ ওভারে ৫৬/২ (নাজমুল ২২*, আরিফুল ৪, মিজানুর ১৯, মোসাদ্দেক ১*; জার্ভিস ৪-১-৮-১, নিয়ুম্বু ২-১-৯-১)
ফল: তিনদিনের ম্যাচ ড্র
Discussion about this post