ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার দেশের মাঠে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ইমার্জিং দল। রোববার শুরু মিশন। এই লড়াইয়ে এইচপি দলের অধিনায়ক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে আছেন ইয়াসির আলী চৌধুরী।
শুক্রবার সিরিজের জন্য ঘোষিত ১৫ দলে রয়েছেন ঢাকা লিগে ব্যাট হাতে দাপট দেখানো দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। স্পিন আক্রমণে রয়েছেন নাঈম হাসানের সঙ্গী মিনহাজুল আবেদীন আফ্রিদি ও তানভীর ইসলাম। পেস আক্রমণে শহিদুল ইসলামের সঙ্গে রয়েছেন সুমন খান, ইয়াসিন আরাফাত আর শফিকুল ইসলাম।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে বিসিবি এইচপি দল।
রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। ২১ আগস্ট পরের ম্যাচ। ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। তারপরই চারদিন ম্যাচ। প্রথমটি শুরু খুলনায় ২৭ আগস্ট থেকে। দ্বিতীয় চার দিনের ম্যাচ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ৩ সেপ্টেম্বর থেকে।
বিসিবি হাই পারফরম্যান্স দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী চৌধুরী (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম।
স্ট্যান্ডবাই: মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদিন হোসেন, ইফরান হোসেন, সাব্বির হোসেন, মেহেদি হাসান রানা।
Discussion about this post