ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কথায় আছে যখন দুঃসময় আসে তখন চারদিক থেকেই আসে। একদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা শুনেছেন সাকিব আল হাসান। আগামী এক বছর ঘরোয়া-আন্তর্জাতিক কোন ফরম্যাটের ক্রিকেটেই দেখা যাবে না তাকে। জুয়াড়িদের ফিক্সিংয়ের প্রস্তাবের কাছে মাথা নত করেননি সাকিব। তবে ব্যাপারটি গোপন করে বড় অপরাধ করেছেন তিনি। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তিও থাকছে না।
বিসিবির শীর্ষ গ্রেডের চুক্তিবদ্ধ ক্রিকেটারসাকিব। মাসে সর্বোচ্চ চার লাখ টাকা করে বেতন পেয়ে থাকেন তিনি। সাকিবের নিষেধাজ্ঞায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে- নিষিদ্ধ থাকার কোন ধরনের প্রতিযোগিতামুলক ক্রিকেটীয় কর্মকান্ডে সাকিব জড়িত থাকতে পারবেন না। এ অবস্থায় বিসিবির সঙ্গে সাকিবের এই চুক্তি তো নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকেই স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাওয়ার কথা। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন বলেন, ‘দেখুন, এটি অবশ্যই বাতিল হওয়ার কথা। যে নিয়ম আছে, সেই অনুযায়ী এটা ২৯ অক্টোবর থেকেই বাতিল হওয়ার কথা। তবে বোর্ড এখনো এই বিষয়ে যেহেতু কোন সিদ্ধান্ত জানায়নি, তাই এটা এখনই বাতিল হয়ে গেছে-এমনটা বলতে পারি না আমি।’
বিসিবির টিম অপারেশন্সের চেয়ারম্যান ও পরিচালক আকরাম খান জানান, ‘নিয়ম তো তাই জানাচ্ছে যে সাকিবের সঙ্গে চুক্তিটা আর থাকছে না বিসিবির।’
বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা ১৮। এই খেলোয়াড়দের চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। ২০২০ সালের জানুয়ারিতে ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি হবে। সেখানে থাকছেন না সাকিব।
Discussion about this post