বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে দুদকের ঢাকা কার্যালয় থেকে আগত তিন সদস্যের একটি বিশেষ দল।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মাহমুদুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিসিবির বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, অবৈধ আর্থিক লেনদেন এবং অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্ত করতে এসেছে তারা। মূল অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল ২০২৩ সালের থার্ড ডিভিশন কোয়ালিফায়ার।
তিনি বলেন, ‘আগে আবেদন ফি ছিল ৫ লাখ টাকা, যেখানে মাত্র দুই-তিনটি দল আবেদন করত। এবার ফি এক লাখ টাকায় নামিয়ে আনা হলে আবেদন করে ৬০টি দল। এতে প্রশ্ন উঠেছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। আমরা এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছি, যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়াও বিপিএলের টিকিট বিক্রির আয় নিয়েও প্রশ্ন তুলেছে দুদক। কর্মকর্তা মাহমুদুল বলেন, ‘বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসর পর্যন্ত বিসিবির আয় ছিল মোট ১৫ কোটি টাকা। কিন্তু একাদশ আসরে, যখন বিসিবি নিজেরা টিকিট বিক্রির দায়িত্ব নেয়, তখন মাত্র ১৩ কোটি টাকার আয় দেখানো হয়। এখানে স্বচ্ছতার বিষয়টি খতিয়ে দেখা দরকার।’
Discussion about this post