ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা জয়ের মঞ্চটা প্রস্তুত ছিল আগের দিন। বৃহস্পতিবার শুরু আনুষ্ঠানিকতটাই সারল
দক্ষিণাঞ্চল। আবারো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতল আব্দুর রাজ্জাকের দল। উত্তরাঞ্চলকে শেষ রাউন্ডে সহজেই হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন এনামুল হক বিজয়-শাহরিয়ার নাফীসরা।
বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল তুলেছে ৯ উইকেটে জয় তুলে নেয়। এবার নিয়ে ৭ আসরে চারবার চ্যাম্পিয়ন হল তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে বৃহস্পতিবার শেষ দিনে খেলতে নামে উত্তরাঞ্চল। এরপরই আব্দুর রাজ্জাকের স্পিন ঘূর্ণিতে দিশেহারা তারা। এই স্পিনার তুলে নেন সানজামুল ইসলাম, সাকলাইন সজীব ও ইবাদত হোসেনের উইকেট। চোটের কারণে নামতেই পারেন নি অধিনায়ক জহুরুল ইসলাম।
তবে একাই লড়াই করেছেন জিয়াউর রহমান। ৭৭ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৬৯ রানে ৭ উইকেটের পর রাজ্জাক দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নেন ৫ উইকেট। দশমবারের মতো ম্যাচে ১০ উইকেট পেয়েছেন এই স্পিনার।
উত্তারাঞ্চল ২৮০ রানে অলআউট হয়। জয়ের জন্য মাত্র ৩৩ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণাঞ্চলের সামনে। যা ৭.১ ওভারে করে ফেলে তারা।
প্রথম ইনিংসে ২৯৩ রানে প্রথম ইনিংস শেষ হয়েছিল উত্তরাঞ্চল। জবাবে এনামুল হক ও আল আমিন হোসেনের সেঞ্চুরিতে ৫৪১ রানের মজবুত সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণাঞ্চল।
উত্তরাঞ্চলকে হারিয়ে এবারের বিসিএলে দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৩১.৮৮। আর তাতে পূর্বাঞ্চলকে (৯.১৪ পয়েন্ট) পেছনে ফেলে টানা দ্বিতীয়বার এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল আব্দুর রাজ্জাকের দল। ২৯.১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ পূর্বাঞ্চল। ২৩.৩৭ পয়েন্টে তৃতীয় মধ্যাঞ্চল। ১৮.৬১ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উত্তরাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫৪১/১০
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৮২.২ ওভারে ২৮০/১০ (জিয়া ৭৭*, ধীমান ১৩, সানজামুল ২, সাকলাইন ৭, ইবাদত ৯, জহুরুল আহত অনুপস্থিত; শফিউল ১/৪৪, মনির ১/৩৮, মেহেদি ১/৯২, রাজ্জাক ৫/৭৫, নাহিদুল ১/২২)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৭.১ ওভারে ৩৫/১ (এনামুল ২০*, শাহরিয়ার ৭, মাহমুদ ৮*; সানজামুল ০/১০, সাকলাইন ০/১৫, ধীমান ১/১০)
ফল: দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আব্দুর রাজ্জাক
রোল অব অনার-
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১২-২০১৩ | মধ্যাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৩-২০১৪ | দক্ষিণাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৪-২০১৫ | দক্ষিণাঞ্চল | পূর্বাঞ্চল |
২০১৫-২০১৬ | মধ্যাঞ্চল | পূর্বাঞ্চল |
২০১৬-২০১৭ | উত্তরাঞ্চল | দক্ষিণাঞ্চল |
২০১৭-২০১৮ | দক্ষিণাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৮-২০১৯ | দক্ষিণাঞ্চল | পূর্বাঞ্চল |
Discussion about this post