কেন তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল সেটাই এখন প্রশ্ন! আগের দিন মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টুয়েন্টি দলে ফিরিয়ে আলোচনার জন্ম দিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। এবার একাদশেও সুযোগ পেয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মঙ্গলবার তাকে রেখেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশ গড়ে টাইগাররা।
অথচ জিম্বাবুয়ের বিপক্ষে ২০ ওভারের এই তিন ম্যাচ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে। তার জায়গায় নুরুল হাসানকে করা হয় অধিনায়ক। কিন্তু চোটের কারণে দ্বিতীয় ম্যাচের পরই সফর থেকেই ছিটকে পড়েছেন সোহান। তার জায়গাতেই ডাক মিলল রিয়াদের। আসলেন একাদশেও।
অবশ্য নিয়মতি অধিনায়ক রিয়াদ ফিরলেও অধিনায়কত্ব করেছেন মোসাদ্দেক হোসেন। এদিন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। সোহানের সঙ্গে নেই মুনিম শাহরিয়ার আর শরীফুল ইসলাম। মাহমুদউল্লাহর সঙ্গে দলে ফিরলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। অভিষেক হয়েছে যুব বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেনের।
মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করে শুরুতে বাংলাদেশ। বাংলাদেশের মতো তিনটি পরিবর্তন আছে জিম্বাবুয়ে দলে। বাদ ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টানাকা চিভাঙ্গা। দলে ফিরলেন ভিক্টর নিয়াউচি, ব্র্যাড এভান্স। অভিষেক হয়েছে জন মাসারার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
রায়ান বার্ল, রেজিস চাকাভা, ব্র্যাডলি এভান্স, ক্রেইগ আরভিন, লুক জঙ্গুয়ে, ওয়েসলি মাধেভেরে, জন মাসারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস
Discussion about this post