শেষ পর্যন্ত বিশ্ব একাদশ থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান। ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যারিবিয়ান স্টেডিয়ামের জন্য অর্থ সংগ্রহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টুয়েন্টি খেলবে বিশ্বএকাদশ। সেই দলে তামিম ইকবালের পাশাপাশি বাংলাদেশের পক্ষে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যক্তিগত কারণে বিশ্বএকাদশ থেকে সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। বুধবার খবরটি নিশ্চিত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘সাকিব আল হাসান ম্যাচটি থেকে সরে দাঁড়িয়েছেন। তার বদলী ঘোষণা করা হবে শীঘ্রই।’
যদিও এরইমধ্যে নেপালের লেগস্পিনার সন্দীপ লামচরনকে বিশ্বএকাদশে নিয়েছে আইসিসি। ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। সাকিব না খেললেও বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ম্যাচটিতে থাকবেন তামিম ইকবাল।
সত্যিকার অর্থেই হঠাৎ করে ‘ব্যক্তিগত’ কারণে সরে গেলেন সাকিব। সেই ব্যক্তিগত কারণ কী— তা এখনো জানা যায়নি। হয়তো আইপিএলের ব্যস্ততা শেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার আগে বিশ্রাম নিতে চাইছেন তিনি।
বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গ্যান।
বিশ্ব একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক, ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), রশিদ খান (আফগানিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), দিনেশ কার্তিক (ভারত), হারদিক পান্ডিয়া (ভারত), লুক রঞ্চি (নিউজিল্যান্ড), মিচেল ম্যাকক্লেনাঘ্যান (নিউজিল্যান্ড) ও সন্দীপ লামিচান (নেপাল)।
ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), দিনেশ রামদিন (উইকেটরক্ষক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস ও কেসরিক উইলিয়ামস।
Discussion about this post