ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত চার মাস ধরে কাঁধের চোটে ভুগছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তারপরও নিউজিল্যান্ড সফরে খেলেছিলেন তিনি। কিন্তু প্রথম টেস্টের সময় ডাইভ দিতে গিয়ে আবারও পুরনো চোটে পড়েন এ ডানহাতি। তবে কতটা গুরুতর, সেটা বুঝতে পারেননি তিনি। ওখানে এমআরআই করালেও রিপোর্ট নেওয়া হয়নি। সোমবার সেটা পেলেও সুখবর মেলেনি। তাই আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে ভাবছেন রিয়াদ। তবে চিকিৎসকরা আপাতত তাকে দুই সপ্তাহের বিশ্রামেই মনোযোগি হওয়ার পরামর্শ দিয়েছেন।
দেশে ফিরে ক্রাইস্টচার্চের ঘটনায় স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছিল মাহমুদউল্লাহর। তাই নিজের দিকে মনোযোগও দিতে পারছিলেন না। তারপরও সোমবার প্রথম এসেছিলেন মাঠে। হালকা অনুশীলনও করেছেন। আগের দিন আবার কাঁধের এমআরআই করিয়ে পেয়ে যান দুঃসংবাদ। কাঁধের পেশিতে যে চোট লেগেছে, তা গ্রেড থ্রি টিয়ার। পুরোপুরিভাবে গ্রেড থ্রি টিয়ার হলে অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে বিসিবি চিকিৎসক মঙ্গলবার ভালো খবর শুনিয়েছেন, ‘মাহমুদউল্লাহ বিশ্বকাপ খেলতে পারবে কি না, এটা অনেক পরের কথা। কেননা বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক দিন বাকি। তার আগে আমাদের ভাবা উচিত সে আয়ারল্যান্ড সিরিজটি খেলতে পারবে কি না। তবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। এর মধ্যে সে ব্যাটিংও করতে পারবে না। তবে এরকম ইনজুরি নিয়ে অনেকেই ক্রিকেট খেলছে।’
ক্যারিয়ারের শুরুতে মাহমুদউল্লাহর মতোই চোটে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। তার বাম কাঁধে চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারও লেগেছিল। মাহমুদউল্লাহর চোট গুরুতর না হওয়ায় বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কার কথা বলতে নারাজ বিসিবির চিকিৎসক, ‘আমরা আশা করছি অস্ত্রোপচার ছাড়াই ও সুস্থ হয়ে উঠবে। এই সময়ে সে অনুশীলনও করতে পারবে, তবে ভারি কোনো চাপ নিতে পারবে না। মুস্তাফিজের মতো চোট অনেকটাই। তবে পেসারদের এই চোট থেকে সামলে উঠতে সময় লাগে। মাহমুদউল্লাহর ক্ষেত্রে আশা করি সেটা হবে না।’
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে আয়ারল্যান্ডে ৭ মে থেকে শুরু হবে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ।
Discussion about this post