হতাশা নিয়েই এশিয়া কাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সুপার ফোরেও জায়গা করে নিতে পারেনি দল। প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। সামনে আরও দুই মিশন। শুরুতে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এরপরই আসল লড়াই বিশ্বকাপ। এই দুই মিশনের আগে স্বপ্নের ফানুস উড়ালেন খালেদ মাহমুদ সুজন। যিনি আবার বাংলাদেশ ক্রিকেট দলের টিম লিডার।
বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন বিশ্বকাপ জয়ের সক্ষমতাও রয়েছে বাংলাদেশের। তার আগে এশিয়া কাপ ক্রিকেটের স্মৃতি ভুলতে চায় দল। তারপরই ত্রিদেশীয় সিরিজ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।
টিম লিডার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ সবাই স্বাধীনতা নিয়ে খেলুক, আগ্রাসী ক্রিকেটাই খেলুক- এমনটা চাইছেন সুজন। জানিয়ে দিলেন, ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ১-২টা ম্যাচ নাও জিততে পারি আমরা।’
একইভাবে তিন ইনজুরি আক্রান্ত ক্রিকেটার নুরুল হাসান সোহান, লিটন দাস আর ইয়াসির আলি রাব্বি ইনজুরি কাটিয়ে উঠবেন বলেও বিশ্বাস সুজনের। ফিনটেস ফিরে পেলে লিটন আর সোহানের অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে জায়গা অনেকটাই নিশ্চিত।
Discussion about this post