ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থবির পুরো বিশ্ব। যার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আইসিসি অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিলেও, স্বাগতিক অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস মনে করছেন, করোনাভাইরাসের মহামারির জন্য বিশ্বকাপ আয়োজনে বড় ঝুঁকি রয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় রবার্টস বলেছেন,‘আমরাও অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আশাবাদী। কিন্তু ওই সময়ে বিশ্বকাপ আয়োজনে বড়রকমের ঝুঁকি রয়েছে।’
গত বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পরও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি নীতিনির্ধারকরা।
আগামী ১০ জুন আইসিসির পরবর্তী বোর্ড সভা। সেদিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
Discussion about this post