বাংলাদেশ থেকে বিশ্বকাপ চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে-এটা তো পুরোনো খবর। এবার বিশ্বকাপের পরিমার্জিত সূচি প্রকাশ করল আইসিসি। বাংলাদেশে শুরু আর শেষের যে সূচি ছিল সেভাবেই আছে। মানে ৩ অক্টোবর শুরু আর ২০ অক্টোবর ফাইনাল। কিছু ম্যাচের দিন-তারিখ পাল্টে গেছে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল ৯ অক্টোবর। সেটি এখন করা হলো ১০ অক্টোবর। দেশ পাল্টে যাওয়ায় ভেন্যুও ঠিক করতে হয়েছে আইসিসির। ২০ ওভারের বিশ্বকাপে ২৩টি ম্যাচ হবে দুবাই ও শারজাহতে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ও রাত ৮টায় শুরু বিশ্বকাপের ম্যাচ।
৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচ। ৫ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে।
গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ। প্রতি গ্রুপের শীর্ষ দুইটি করে মোট ৪ দল উঠবে সেমিফাইনালে। ১৭ ও ১৮ অক্টোবর দুই সেমি। ২০ অক্টোবর ফাইনাল।
কারা কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
বিশ্বকাপে বাংলাদেশের সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
৩ অক্টোবর স্কটল্যান্ড শারজা বিকেল ৪টা
৫ অক্টোবর ইংল্যান্ড শারজা বিকেল ৪টা
১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ শারজা রাত ৮টা
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা দুবাই রাত ৮টা
Discussion about this post