ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড বিশ্বকাপের ক্ষণগননা শুরু হয়ে গেছে! দল গোছাতে ব্যস্ত সবাই। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ শিবিরে ইনজুরি আতঙ্ক! ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের বাকি মাত্র মাসদেড়েক। এরই মধ্যে দলের ছয় ক্রিকেটার-মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান আছেন ইনজুরিতে।
অবশ্য মাহমুদউল্লাহ, মুশফিক মাঠে ফেরার পথে আছেন। কিন্তু মোস্তাফিজ, রুবেল ফিরতে আরও দেরি। দীর্ঘদিন ধরেই কাঁধের চোটে ভুগছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ চার মাস টানা ম্যাচ খেলার কারণে বিশ্রামের তেমন সুযোগ পাননি। ১৫ দিনের বিশ্রাম দেন চিকিৎসকরা। মাহমুদউল্লাহর চোট গ্রেড-৩ টিয়ারের। পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে তার তবে পুনর্বাসনের অংশ হিসেবে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।
রিবের চোট কিছুটা সেরে উঠলেও পাজরের পুরানো ব্যথা বেশ ভোগাচ্ছে মুশফিকুর রহিমকে। যদিও স্ক্যান করিয়েও খারাপ কিছু পাওয়া যায়নি উইকেটরক্ষক ব্যাটসম্যানের। একমাত্র ঔষুধ ও বিশ্রামেই সেরে উঠতে পারেন তিনি। যদিও অনুশীলন করেছেন মুশফিক। রানিং করছেন নিয়মিতই।
সাইড স্ট্রেইন চোটের কারণে চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন না রুবেল হোসেন। লিগের ম্যাচ চলাকালীনই গেলো মাসে সাইড স্ট্রেইনের চোটে পড়েন। তবে চিকিৎসক জানিয়েছেন, বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ডানহাতি এই পেসার।
টেনিস এলবোর চোট নিয়েও প্রিমিয়ার লিগ চালিয়ে যাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বোলিং কিংবা ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। তবে ফিল্ডিংয়ে জোরে বল থ্রো করতে সমস্যা হচ্ছে। প্রিমিয়ার লিগের মাঝে আঙুলে চোট পান স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে চিকিৎসক জানিয়েছেন চোট তেমন গুরুতর নয়। যদিও দুই দিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।চোটের তালিকায় সবশেষ নিজের নাম যুক্ত করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চার বছর পর প্রিমিয়ার লিগে ফিরে শুরুটাও ভালোই করেন। বৃহস্পতিবার অনুশীলনে বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পান তিনি। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।
Discussion about this post