জৈব সুরক্ষা নামের নিয়মের কারণে স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট দল। পরিবার থেকে থাকতে হচ্ছে দূরে। এ অবস্থায় জিম্বাবুয়ে সফর শেষে করে ঘরে ফেরার সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। কারণ এরপরই যে লড়াই অস্ট্রেলিয়ার সঙ্গে। ঘরে মাঠে দলটির সঙ্গে ৫ ম্যাচ টি-টুয়েন্টি লড়াই।
সেই সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে ঢাকার পথ ধরবে মিচেল স্টার্করা। তারা ২৯ জুলাই বিকেল ৪টায় কোয়ান্টাস এর চাটার্ড বিমানে আসবে ঢাকায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে বাসে সোজা চলে যাবে টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে। রাজধানীর এই হোটেলেই উঠছে দলটি।
বিমানবন্দর থেকে ইমিগ্রেশন ছাড়া সরাসরি হোটেলে আসাসহ শর্তে আছে সিরিজ শুরুর ১০ দিন আগে থেকেই সংশ্লিষ্ট সবাইকে থাকতে হবে কোয়ারেন্টাইনে। যে হোটেলে দল ঐ হোটেলকে রাখতে হবে আইসোলেশনে। সব মেনে নিয়েছে বিসিবি।
জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে একইদিন ফিরবে বাংলাদেশ দলও। দারুণ স্মরণীয় এক সফর। যেখানে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ জিতেছে টাইগাররা। সফরের ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬টিতে। সেই তৃপ্তি নিয়ে ঢাকায় পা দিয়ে দল উঠবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে।
দুই দল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একই দিনে ঢাকায় পৌঁছে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবে। ২৮ জুলাই জিম্বাবুয়ে ছেড়ে কাতার এয়ারলাইনসে একটি বিমানে উঠবে। এরপর ২৯ তারিখে সকাল ৯টায় ঢাকায় আসবেন সাকিব আল হাসানরা।
এরপর অজিদের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭ দিনে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।। প্রতিটি ম্যাচই শুরু সন্ধ্যা ৬টায়।
Discussion about this post