উত্তেজনায় ঠাসা এক লড়াই। ম্যাচ যতো শেষ দিকে গড়াল ততোই টানটান উত্তেজনা! অথচ ২১০ রানের লক্ষ্য। মনে হচ্ছিল অনায়াসে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় তুলে নেবে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু বেশ কঠিন করে জিততে হলো সাবেক চ্যাম্পিয়নদের।
বিকেএসপির মাঠে সোমবার ৪৯ ওভার শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর ৯ উইকেটে ২০৪। তখনো দলটির ভরসা হয়ে টিকে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ৪৫ রান নিয়ে ওভারটা শুরু করা ব্যাটসম্যান প্রথম ৩ বলে কোনো রান নিলেন না। তখন সমীকরণ ৩ বলে ৬ রান, এমন সময়ে রূপগঞ্জ টাইগার্সের পেসার কাজী অনীক ইসলামকে লং অন দিয়ে ছক্কা মেরেই বিপ্লব নাটকীয় জয় এনে দিলেন লিজেন্ডসদের। রূপগঞ্জ ডার্বিতে শেষ হাসি লিজেন্ডসদের।
টানা তৃতীয় জয় লিজেন্ডস অব রূপগঞ্জের। লিজেন্ডস, আবাহনী, প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ প্রথম তিন ম্যাচে জয়ে পেয়েছে।
সোমবার বিকেএসপির চার নম্বর মাঠের ম্যাচটায় টাইগার্স ৮ উইকেটে তুলে ২০৯ রান। অধিনায়ক ফরহাদ হোসেন করেন সর্বোচ্চ ৭৪ রান। ৫১ করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম। ৯ রানে প্রথম ৩ উইকেট খোয়ানোর পর দুজন মিলে গড়েন ১২৭ রানের জুটি।
জবাবে নেমে ওপেনার তৌফিক খান ৭১ বলে ৬২ রান করেন। চলতি লিগে তিন ম্যাচে তার দ্বিতীয় ফিফটি এটি। সব মিলিয়ে ২২ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পঞ্চম। ৩ উইকেটে দলের রান যখন ৮৮ তখন আমিনুল বিপ্লব উইকেটে আসেন। অন্য প্রান্তে উইকেট পড়লেও তিনি ছিলেন অবিচল। ১৩৩ রানে ৭ উইকেট হারানোর পর শহীদুল ইসলামকে (৩৪ রান) নিয়ে ৬০ রানের জুটি গড়েন তিনি। দশে নামা আবদুল হালিম ৮ করে ফেরেন। তবে বিপ্লব বীরত্বে শেষ অব্দি হাসিমুখ লিজেন্ডসদের!
৭১ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে আমিনুল ইসলাম বিপ্লব জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২০৯/৮ (মামুন ০, মাহফিজুল ৫১, আইচ ৫, শামসুর ০, ফরহাদ ৭৪, সালমান ১৩, আরাফাত ২৩*, সোহাগ ১৭, অনিক ৭, সালমান ১*; আল আমিন ১০-১-৩৫-২, হালিম ১০-১-৪০-৪, আলাউদ্দিন ৮-০-৬০-১, শহিদুল ১০-১-২৩-১, শুভাগত ৮-১-২৮-০, মুমিনুল ৩-০-১৪-০, আমিনুল ১-০-৪-০)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.৪ ওভারে ২১০/৯ (তৌফিক ৬২, সাদমান ১০, মুমিনুল ২, রিজওয়ান ১২, আমিনুল ৫১*, শুভাগত ৮, শামিম ১, আলাউদ্দিন ৮, শহিদুল ৩৪, হালিম ৮, আল আমিন ০*; সালমান ৭-০-৩০-১, নাবিল ১০-০-৪১-১, সোহাগ ১০-১-২৫-২, আরাফাত ৮-১-৪৭-২, অনিক ৯.৪-০-৪১-১, আইচ ৩-০-১০-০, মামুন ২-০-১০-১)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আমিনুল ইসলাম বিপ্লব।
Discussion about this post