ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তারকাদের তারকা তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বছর পাঁচেক আগে। কিন্তু এখনো দাপট খেলে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। সেই শেন ওয়াটসন বঙ্গবন্ধু বিপিএলের অভিজ্ঞতাটা ভুলে যেতেই চাইবেন। ব্যাট হাতে তাকে চেনা যায়নি। আবার নেতৃত্ব দিয়েও সাফল্য নেই। যদিও শেষ ম্যাচে এসে ঠিক জয়ে পেলেন অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার। রংপুরের জয়ের দিনে হতাশা নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন।
শুক্রবার নিজেদের শেষ ম্যাচ রংপুর রেঞ্জার্স ১১ রানে হারিয়েছে ঢাকা প্লাটুনকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর করে ২০ ওভারে ১৪৯ রান। উইকেট জবাবে নেমে ঢাকা আটকে যায় ১৩৮ রানে। রংপুরের জয়ের নায়ক ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগোরি। ব্যাট ও বল হাতে দাপট দেখালেন তিনি।
তবে হাসিমুখ নেই রংপুরের অধিনায়ক ওয়াটসনের। নাম লেখানোর পর ৫ ম্যাচে একটি মাত্র ম্যাচ জিতেছে রংপুর। হতাশা নিয়েই ফিরে যাচ্ছেন তিনি।
ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়াটসন ঝড় তুলতে চাইলেন। যদিও ১০ রানে ফিরলেন তিনি। ক্যামেরন দেলপোর্তও ফেরেন দ্রুত। মাশরাফি ও মেহেদি মিলেই শেষ করে দেন দুই পাশ থেকে চারটি করে ৮ ওভার। রংপুরের রান তখন ২ উইকেটে ৪৬।
মোহাম্মদ নাঈম করেন ২১ বলে ১৭। ৫ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৬ করেন গ্রেগোরি। ২৪ বলে ৩৫ করেন আল আমিন। ২৪ বলে ২৮ রান করেন জহুরুল।
জবাব দিতে নেমে ঢাকা হতাশ করা ব্যাটিং করে। তামিম ইকবাল কিছুটা লড়াই করেন। তার ব্যাটে ৩৩ বলে ৩৪। মুমিনুল হক ফিরেন ১৪ বলে ১৮। এরপর হতাশা নিয়েই মাঠ ছাড়ে ঢাকা। যদিও আগেই শেষ চার নিশ্চিত হয়েছে মাশরাফি বিন মর্তুজার দলের।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৪৯/৯ (ওয়াটসন ১০, নাঈম ১৭, দেলপোর্ত ৬, গ্রেগোরি ৪৬, আল আমিন ৩৫, জহুরুল ২৮, নাদিফ ২*, তাসকিন ০, মুস্তাফিজ ০, সানি ০; মেহেদি ৪-০-২৯-১, মাশরাফি ৪-০-১৭-১, ফাহিম ৩-০-৩২-০, শাদাব ৪-০-২৫-২, হাসান ২-০-২২-০, থিসারা ৩-০-২২-৩)।
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৩৮/৯ (এনামুল ৫, তামিম ৩৪, মেহেদি ২০, মুমিনুল ১৮, থিসারা ৮, শাদাব ১৬, আসিফ ১, আরিফুল ১, ফাহিম ৩, মাশরাফি ১২*, হাসান ০*; মুস্তাফিজ ৪-০-৩১-১, জুনাইদ ৪-০-২২-২, গ্রেগোরি ৪-০-২৫-১, তাসকিন ৪-০-২৫-২, সানি ৪-০-২৯-২)।
ফল: রংপুর রেঞ্জার্স ১১ রানে জয়ী
ম্যাচসেরা: লুইস গ্রেগোরি
Discussion about this post