ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক নাটকের পর আবারো স্টিভেন স্মিথের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দরজা খুলছে! শুরুতে অনুমতির পর ফ্রাঞ্চাইজিদের আপত্তিতে তার খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে খেলাতে এবার নিয়মই পাল্টে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই পথ ধরে এই ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলার সম্ভাবনা জেগেছে স্মিথের।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে স্মিথের খেলার কথা থাকলেও আপত্তি তুলেছিল অন্য ফ্র্যাঞ্চাইজিরা। তিনি ছিলেন ড্রাফটের বাইরের ক্রিকেটার। বাইলজ অনুযায়ী ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে না। কুমিল্লাকে অবশ্যই নিতে হবে ড্রাফটে থাকা ক্রিকেটার।
কিন্তু এবার নিয়ম বদলে ফেলেছেন বিপিএল কর্তারা। কুমিল্লা ভিক্টোরিয়ানস যোগাযোগ করছে স্মিথের সঙ্গে। বিসিবির একটি চিঠি ফ্র্যাঞ্চাইজি দল কুমিল্লার হাতে এসেছে। ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘বিসিবির পাঠানো এক চিঠিতে বলা হয়েয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল প্লেয়ার্স ড্রাফট তালিকার বাইরে একজন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে।’
এর অর্থ স্মিথকে খেলাতে কোন বাধাই থাকল না। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে নির্বাসিত তিনি। বিপিএলে খেলার অপেক্ষায় ছিলেন স্মিথ। এবার তার সেই ইচ্ছেপূরণ হচ্ছে।
Discussion about this post