ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যাটট্রিকের হ্যাটট্রিক দেখা মিলল। কী বিভ্রান্ত হচ্ছেন? তাহলে শুনুন-চলতি আসরে তিন নম্বর হ্যাটট্রিক হয়েছে। বুধবার এই কীর্তি গড়লেন ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এর আগে এই দলেরই স্পিনার আলিস আল ইসলাম টানা তিন বলে উইকেট শিকার করেছিলেন। চট্টগ্রাম পর্বে টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ।
জিতলেই শেষ চার নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমে হ্যাটট্রিক করলেন ঢাকার রাসেল। চিটাগংয়ের ইনিংসের শেষ ওভারে অধিনায়ক সাকিব আল হাসান তার হাতে বল তুলে দিতেই গড়লেন অনন্য এই কীর্তি। ওভারের প্রথম বলেই লং অনে ক্যাচ দিলেন মুশফিকুর রহীম। ভাইকিংস অধিনায়ক ফিরেন ২৪ বলে ৪৩ রানে।
এরপর দ্বিতীয় বলে ক্যামেরুন ডেলপোর্ট ক্যাট কুলে দেন লং অনে। সেই শুভাগত হোম বল তালুবন্ধী করতে ভুল করলেন না। ডেলপোর্ট করেন ৫৭ বলে ৭১। এরপর হ্যাটট্রিক বলে সামনে দাসুন শানাকা। তিনিও ভুল করলেন। ক্যাচ তুলে নিলেন মিজানুর রহমান। শুরু হয়ে যায় ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলের উৎসব।
রাসেল ৪ ওভারে ৩৮ রানে নেন ৩ উইকেট। আর ঢাকার বিপক্ষে চিটাগং ভাইকিংস করে ২০ ওভারে ১৭৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৭৪/৫ (শাহজাদ ২১, ডেলপোর্ট ৭১, ইয়াসির ১৯, মুশফিক ৪৩, শানাকা ০, রাজা ৬*, মোসাদ্দেক ১*; বার্চ ৪-০-৩৫-০, রাসেল ৪-০-৩৮-৩, সাকিব ৩-০-২৪-০, নারাইন ৪-০-২০-২, রুবেল ৪-০-৪০-০)
Discussion about this post