ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা ক্রিকেটে শেষ হল রঙ্গনা হেরাথ অধ্যায়। ৪০ পেরিয়ে যাওয়া এই স্পিনার শুক্রবার বললেন গুডবাই। চলে গেলেন সাবেকদের তালিকায়। টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেললেন তিনি। তার বিদায়ী টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ২১১ রানের ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সিরিজে ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা। গল টেস্টে এই হার দিয়েই বিদায় বললেন হেরাথ।
তিনি মুত্তিয়া মুরালিধরনের পর দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। ৯৩ টেস্টে নিয়েছেন ৪৩৩ উইকেট। ব্যাট হাতে করেন ১৬৯৯ রান। বিদায় বেলায় সতীর্থদের কাধে চড়েই গুডবাই ল্যাপ দিলেন হেরাথ।
যদিও বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে তুলেছেন মাত্র ৩ উইকেট। শ্রীলঙ্কার সামনে জিততে ছিল ৪৬২ রানের বড় এক টার্গেট দেয় ইংল্যান্ড। তার জবাবে নেমে ২৫০ রানে শেষ স্বাগতিকরা। ৭১ রানে ৪টি উইকেট নেন মঈন আলি। ২০১৬ সালের পর প্রথম অ্যাওয়ে টেস্ট জিতল ইংল্যান্ড। আর দেশের বাইরে ১৩ ম্যাচ পর জয় তাদের। দেশের বাইরে প্রথম টেস্ট জিতলেন অধিনায়ক হিসেবে জো রুট।
১৪ নভেম্বর ক্যান্ডিতে শুরু হবে ইংল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৪২/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৩/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩২২/৬
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬২) ৮৫.১ ওভারে ২৫০/১০ (করুনারত্নে ২৬, কৌশল ৩০, ধনাঞ্জয়া ২১, কুসল মেন্ডিস ৪৫, ম্যাথিউস ৫৩, ডিকভেলা ১৬, দিলরুয়ান ৩০, লাকমল ১৪*; মঈন ৪/৭১, রশিদ ১/৫৯, লিচ ৩/৬০, স্টোকস ১/১৬)।
ফল: ২১১ রানে জয়ী ইংল্যান্ড
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: বেন ফোকস
Discussion about this post