ঘরের মাঠ এমন কী দেশের বাইরেও আম্পায়ারিংয়ে বাড়তি সুবিধা নিয়ে থাকে ভারত। রোববার সেই সুবিধাতেই জয় নিয়ে মাঠ ছাড়ল বিরাট কোহলির দল। সিরিজে টিকে থাকতে হল জয় ছিল অবধারিত। তেমন একটা প্রেক্ষাপটে ৫ রানে ইংল্যান্ডকে হারালেও স্বস্তিতে নেই ভারত। তাদের জয়টাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে বিতর্কিত আম্পায়ারিং।
সোমবার আম্পায়ারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। বললেন পুরো ব্যাপারটি নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ তুলবেন।
নাগপুরে রোববার রাতে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জয়ে কাছে গিয়েও হেরে যায় ইংল্যান্ড। অথচ জিতলেই সিরিজটা নিজেদের হয়ে যেতো। ওভারের প্রথম বলে সেট হয়ে যাওয়া জো রুটকে এলবিডাব্লিউ করেন জাসপ্রিত বুমরাহ।
এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অবশ্য টেলিভিশন রিপ্লেতে যা স্পষ্ট দেখা গেল, রুটের ব্যাটের কানায় লেগে বল লাগে প্যাডে। কিন্তু ভারতীয় আম্পায়ার শামসুদ্দিন আউট দেন রুটকে। এই আউট ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা নেয়। তারপর আর ম্যাচে ফেরা হয়নি সফরকারীদের।
ইংলিশ অধিনায়ক মর্গ্যান এনিয়ে বলেন, ‘ম্যাচ রেফারির মাধ্যমেই আম্পায়ারিং নিয়ে মতামত প্রকাশ করা যেতো। ১ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ। তার আগে সে সুযোগ আছে। সত্যি বলতে কি ২০তম ওভারের প্রথম বলে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ম্যাচের চেহারা পাল্টে যায়। ৪০ বল খেলা একজন ব্যাটসম্যানের এভাবে আউট হয়ে যাওয়া ছিল সত্যিই দুঃখজনক। গোটা ম্যাচে অন্তত দুটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। যার মাশুল গুনেছে দল।’
Discussion about this post