ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১৯৭১ সালের আজকের এই দিনে বিশ্ব মানচিত্রে জন্ম হয়েছিল নতুন এক রাষ্ট্রের। বিজয়ের আনন্দে মেতে উঠেছিল গোটা জাতি। ১৬ ডিসেম্বর গোটা জাতি সোমবার উদযাপন করছে স্বাধীনতার ৪৮ বছর পূর্তি। উৎসবে সামিল দেশের ক্রিকেটাররাও।
মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে উজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
পোষ্টের সঙ্গে যোগ করেছেন একটি ছবি। যেখানে লেখা আছে, ‘একটি বিজয় যা খুলে দিয়েছিলো শত বিজয়ের দ্বার।’
আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমরা অনেকেই আমাদের জাতীয় পতাকার লাল-সবুজ রঙের অর্থ জানিনা। এই বিজয়ের দিনে আমি এর মানে ভাগাভাগি করতে চাই। লাল বৃত্তটি সমান্য বাঁ দিকে দেওয়া হয়েছে, যেন পতাকাটি উড়ানোর সময় মাঝ বরাবর দেখানো যায়। এটি বাংলার উপরে সূর্যোদয় আর ১৯৭১ সালের শহীদের যে রক্ত ঝরেছে তার অর্থ বহন করে। সবুজ রঙ বাংলাদেশের ভূমির উজ্জ্বলতা বুঝাচ্ছে। আজ আমরা এই পতাকাটি অনেক গর্বের সঙ্গে বুকে ধারণ করে আছি। ১৬ ডিসেম্বর- এমন একটি বিজয় যা আমাদের অনেক বিজয়ের দ্বার উন্মুক্ত করেছে। মুক্তিযোদ্ধাদের সালাম, আপনাদের কখনও ভোলা যাবে না।’
মাহমুদউল্লাহ রিয়াদ বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অনেক সাহসী-হৃদয়ের ত্যাগের দিন আজ। তাদের সংগ্রাম আর সাহসিকতার কথা ভুলে যাওয়া যাবে না। শুভ বিজয় দিবস ২০১৯।’
সৌম্য সরকার লিখেছেন, ‘যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও সালাম বিনম্র শ্রদ্ধা’। পেসার রুবেল হোসেন তার ফেসবুক পোষ্টে লিখেছেন, আজ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
বাঙালি জাতির অহংকার। যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম!’
মুমিনুল হক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।’ ক্রিকেটার সাব্বির রহমান তার ফেসবুক পেজে শহীদদের প্রতি শ্রদ্ধা লাল-সবুজ পতাকা দিয়ে লিখেছেন, ‘সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা!’
Discussion about this post