ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুশফিকুর রহিম-তামিম ইকবালদের আগেই শুরু হয়ে গেল যুবা ক্রিকেটারদের ক্যাম্প। করোনাভাইরাস পরীক্ষা শেষ হতেই সাভারের বিকেএসপিতে শুরু হলো অনুশীলন পর্ব। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে আছেন মোট ৪৬ ক্রিকেটার। এই ক্যাম্প থেকেই বাছাই করে ২০২২ যুব বিশ্বকাপের দল গঠন প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমে তালিকায় ৪৫ ক্রিকেটার থাকলেো্ পরে আরেকজন বেড়েছে। তাদের প্রত্যেককে মিরপুরের হোম অব ক্রিকেটে গত সপ্তাহে তিন ধাপে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। যেখানে অলরাউন্ডার ইফতেখার হোসেন দ্বিতীয় ধাপের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এরপর আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হলেন তিনি। আপাতত বিসিবির তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।
বাকি ক্রিকেটারদের নিয়ে সোমবার শুরু হয়েছে স্কিল অনুশীলন। ক্যাম্প থেকে নিজের ভুলগুলি ঠিক করে নেওয়ার স্বপ্ন দেখছেন বিকেএসপির রিহাদ খান। বলছিলেন, ‘দেখুন, অনেকদিন অনুশীলন বন্ধ ছিল। আমরা আবারও শুরু করেছি। একসঙ্গে অনুশীলন করা ভালো একটা ব্যাপার।’
কথা বলেছেন যুব বিশ্বকাপজয়ী দলে ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান প্রান্তিক নওরোজ নাবিল। তিনি বলেন, ‘বেশ কিছুদিন পর মাঠে ফিরে ভালো লাগছে। প্রথমত, বিসিবিকে ধন্যবাদ এরকম একটা ক্যাম্প আয়োজনের জন্য। আবার সবাই একসঙ্গে হওয়া, কোচ, ট্রেনার, সব মিলিয়ে গুছিয়ে নিতে পারছি। বাসায় থাকতে থাকতে আমরা পিছিয়ে পড়ছিলাম। এখন আবার শুরু হয়েছে। আশা করি, আস্তে আস্তে আরও ভালো অবস্থায় যাব।’
ক্যাম্পে থাকা ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি বলছিলেন, ‘পাঁচ দিন পর আমরা নেটে যাব। যেখানে ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের দেখতে পাবে। নেটে আমরা ৮ দিন সময় পাব। যেখানে ব্যাটসম্যান, বোলাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে। এ বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আসরেও ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিসিবি। এ কারণেই এই ক্রিকেটার প্রস্তুত করা হবে ২০২২ যুব বিশ্বকাপের জন্য।
Discussion about this post