ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে বায়োবাবলে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। অদূর ভবিষ্যতেও এ নিয়মের মধ্যে থেকেই খেলতে হতে পারে তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবশ্য ভাবাচ্ছে এ ব্যাপারটি। আর তাই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, বায়োবাবলের ক্লান্তি বিবেচনা করেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।
দীর্ঘ সময় বায়োবাবলে থাকা কারও জন্যই সহজ নয়। ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় তাদের জন্য এমন আবদ্ধ দশা আরও বেশি কষ্টসাধ্য হওয়ারই কথা।
এসব ব্যাপার বিবেচনা করেই লঙ্কা সফরের সূঠি ঠিক করবে বিসিবি। এ নিয়ে আকরাম বলেন, ‘আমাদের খেলোয়াড়দের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। এটা আসলে খেলোয়াড়দের জন্য বেশ কষ্টসাধ্য। এই যে বায়োবাবলটা খেলোয়াড়দের জন্য অনেক বড় একটা চাপ, তো এটাও আমরা মাথায় রেখেছি। অতিরিক্তি খেলা, খেলোয়াড়দের বিশ্রামও গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই আমরা ট্যুরটা করছি।’
আগামী মে মাসে শ্রীলঙ্কা দল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ তার আগের মাসে বা পরের মাসে অর্থাৎ এপ্রিল বা জুনে শ্রীলঙ্কা সফরে যাবে। এ ব্যাপারে আকরাম জানান, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। মে মাসে আমরা সেখানে যাচ্ছি না। তবে এর আগেও আমরা সেখানে যেতে পারি, পরেও যেতে পারি। কিন্তু দুই দলের ট্যুরই কনফার্ম আছে।’
Discussion about this post