এবারের লা লিগার প্রথম ক্লাসিকোতেই বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। শনিবার চির প্রতিদ্ধন্দীর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে অনায়াস জয়ে লা লিগার শিরোপায় এক হাত দিয়ে রাখলো কাতালানরা।
এই জয়ে ১৭ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রিয়াল মাদ্রিদ।
তবে সান্টিয়াগো বার্নাব্যুতে এমন করে বিধ্বস্ত হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল, ভাবেনি কেউ। কিন্তু মেসি ও সুয়ারেজের গোলে জয়ের পথ তৈরি হয় বার্সেলোনার।অ্যালেইক্স ভিদার গোলে উৎসব করে মাঠ ছাড়ে অতিথিরা।
যদিও নিজেদের মাঠে প্রথমার্ধে দুর্দান্ত খেলেও গোল পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয় মিনিটে রোনালদোর হেড জালে বার্সার জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল করে দেন রেফারি! এরপর দ্বিতীয়ার্ধটা পুরোপুরি বার্সারই।
ক্লাসিকোয় এবার নিয়ে সর্বোচ্চ ২৫ গোল করলেন মেসি। আর এবারের লিগে সর্বোচ্চ ১৫ গোল হলো তার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে ১৮ গোল করেছেন তিনি।
Discussion about this post