চলতি জুলাই মাসে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই সিরিজের দল ঘোষণায় চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে অতিথি দলটি এসেছে একেবারেই তরুণ ও পরীক্ষামূলক স্কোয়াড নিয়ে।
পিসিবি যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও হারিস রউফের মতো তারকা ক্রিকেটাররা। একঝাঁক তরুণ নিয়ে তৈরি হয়েছে একটি ‘রিস্টার্ট’ স্কোয়াড, যারা এই সফরে নিজেদের প্রমাণ করতে চায়।
সিরিজের সূচি অনুযায়ী, ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সিরিজটির পরিকল্পনা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বিসিবি ও পিসিবির উচ্চপর্যায়ের বৈঠকে। দু’দলের সম্মতিতেই ঠিক হয়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে ব্যবহার করা হবে প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে। পাকিস্তান ইতোমধ্যেই করাচিতে ৮ জুলাই থেকে অনুশীলন শুরু করেছে। সিরিজ শেষ করেই দলটি ক্যারিবীয় সফরে যাবে, যেখানে তাদের রয়েছে আরও তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আঘা (ক্যাপ্টেন), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মোকিম।
ম্যাচ সূচি:
২০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি – মিরপুর
২২ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি – মিরপুর
২৪ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি – মিরপুর
Discussion about this post