সকাল থেকেই খবরটা নিয়ে সরগরম ছিল বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। কিন্তু দুপুর গড়াতেই জানা গেল-পাকিস্তান ক্রিকেট দলের ২১ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ। বাংলাদেশ সরকারের অনুমতি না নিয়ে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের জাতীয় পতাকা প্রদর্শনের অভিযোগে দলটির ২১ জন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়। কিন্তু সেটি খারিজ করে দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত আদেশে উল্লেখ করেন, এ মামলা করার জন্য সরকারের কোনো অনুমোদন নেই। এ কারণেই মামলা নেওয়ার আবেদন খারিজ করা হয়।
এ মামলা নেওয়ার আবেদনটি করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। আদালত প্রথমে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে বাদীর আবেদন খারিজ করে দেন।
যাদের আসামি করার আবেদন করা হয় তারা হলেন- পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ বাবর আজম, কোচ সাকলায়েন মুশতাক, ব্যবস্থাপক মনসুর রানা, সদস্য শাদাব খান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও শহীদ আসলাম।
বলা দরকার, মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনের সময় জাতীয় পতাকা উড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর আগে সংযুক্ত আরব আমিরাতেও এমনটি করেন তারা।
Discussion about this post