ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে ৪০০ রানের লক্ষ্য স্থির করেছিল বাংলাদেশ। আগের দিন ৫ উইকেটে ২২৮ রান করার পর মনে হচ্ছিল সেই টার্গেট বুঝি অসম্ভব নয়। কিন্তু মঙ্গলবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়! প্রথম সেশনেই ২৮২ রানে অলআউট হয়ে বাংলাদেশ। ৫৪ রানে ৫ উইকেট শেষ! এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টির বাধায় পড়েছে সফরকারী নিউজিল্যান্ড। ১ম ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলে ১০৭ রান। ৩টি উইকেটই নিয়েছেন সাকিব আল হাসান। এরপরই বৃষ্টির কারনে খেলা এখন বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টির কাছে হার মেনে দ্বিতীয় দিনের খেলার ইতি টানেন ম্যাচের দুই আম্পায়ার। অপরাজিত আছেন কেন উইলিয়াস ২৮ এবং রস টেলর ৩৭ রানে। কিউইদের চেয়ে প্রথম ইনিংসে এখনো ১৭৫ রান এগিয়ে আছে বাংলাদেশ।
টেস্টের প্রথম দিন সোমবার শেষ সেশনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মঙ্গলবার আধ ঘণ্টা আগে সকাল নয়টায় খেলা শুরু হয়েছে। কিন্তু ব্যাটসম্যানরা উইকেটে আসা আর যাওয়ার দায়টুকু সেরেছেন! অধিনায়ক মুশফিকুর রহীম ফিরে যান ১৮ রানে। নাসির করেন ১৯। সোহাগ গাজী ১৫ এবং আব্দুর রাজ্জাকের ব্যাট থেকে আসে ১৩ রান।
ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন কিউই বোলার নিল ওয়াগনার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৮২/১০ (তামিম ৯৫, এনামুল ৭, মার্শাল ৪১, মমিনুল ৪৭, সাকিব ২০, মুশফিক ১৮, নাসির ১৯, সোহাগ ১৪, রাজ্জাক ১৩, রুবেল ৪ ; ওয়াগনার ৫/৬৪, সোধি ৩/৫৯)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০৭/৩ (ফুলটন ১৪, রাদারফোর্ড ১৩, উইলিয়ামসন ২৮*, টেলর ৩৭*, ম্যাককালাম ১১, সাকিব ৩/২৫)
http://youtu.be/xzqgXwVxdfo
Discussion about this post