ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন-ভাতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে টানাপোড়েন শেষ হয়নি। তারপরও স্টিভেন স্মিথদের প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ সফরে ঘোষিত ১৩ সদস্যের দল আগস্টে অনুশীলন শুরু করবে ডারউইনে।
সফরের সাতদিন আগে ক্যাম্প শুরু করবে অজিরা। ১০ আগস্ট ঘোষিত দলের সদস্যদের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। সাতদিনের ক্যাম্পে প্রস্তুতির পাশাপাশি তিনদিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ ও খেলবে তারা। মারারা ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে ১৪ আগস্ট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ‘বাংলাদেশ সফরকে গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। সফরে যাবার আগে প্রতিটি ক্রিকেটারকে ঝালিয়ে নেওয়া হবে। নর্দান টেরিটরি প্রদেশের সরকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সফরের আগে আমাদের ক্রিকেটারদের অনুশীলনের যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ভেন্যু সাহায্য করবে আমাদের।’
জনবহুল শহর ডারউইনকে বেছে নেয়া প্রসঙ্গে প্যাট হাওয়ার্ড বলেন, ‘আমরা খুব কাছ থেকে বাংলাদেশের কন্ডিশন বুঝতে চাই। ভারত সফরের আগে আমরা সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুবাইয়ে ক্যাম্প করেছিলাম। এবার ডারউইনকেই আদর্শ হিসে্েব মনে করা হচ্ছে।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথের দল। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলবে মিরপুর স্টেডিয়ামে ২৭ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ৪-৮ সেপ্টেম্বর চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে।
Discussion about this post