এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার নাভিন উল হক। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামীকাল মঙ্গলবার আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
নাভিনের কাঁধের পুরনো ইনজুরি নতুন করে বাধা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারের পর বিশ্রাম শেষে অনুশীলনে ফিরলেও মাঠে ফেরা হয়নি তার। এশিয়া কাপ দিয়েই জাতীয় দলে ফেরার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সুস্থ না হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হলো।
প্রথম ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়ে জয়ী হয়েছিল আফগানিস্তান। সে ম্যাচেও একাদশে ছিলেন না নাভিন। এবার ইনজুরির কারণে পুরো আসর থেকেই বাদ পড়তে হলো ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে। আপাতত তিনি থাকবেন এসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে।
নাভিনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আবদুল্লাহ আহমেদজাইকে। রিজার্ভ তালিকায় থাকা এই তরুণ ফাস্ট বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে কিছুদিন আগেই।
Discussion about this post