ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা হারে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। তারপরও সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এঁড়াতে চেয়েছিল টাইগাররা। কিন্তু সেটাও আর হলো না। সোমবার দুপুর থেকে লাহোরের আকাশে ছিল বৃষ্টি। যা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও থামেনি। যে কারণে ম্যাচ অফিসিয়ালরা অনেকটা বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে। এরফলে এ সিরিজ পাকিস্তান জিতে নিলো ২-০ ব্যবধানে।
এরআগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৫ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর হুঙ্কার দিয়েছিল টিম টাইগার্স। কিন্তু এ ম্যাচে দেখা যায় উল্টো। মানে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করে সফরকারীরা হাতে ৯ উইকেটে। যে কারণে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টির কারণে না হওয়ায় এক দিক দিয়ে ভালোয় হয়েছে বাংলাদেশের। অনেকটা সময় বিশ্রামে থেকেই দলটি ফিরতে পারছে দেশে।
আগেই জানা ছিল এবার তিনধাপে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। যার প্রথমটি শেষ হল আজ। এরপর আগামী মাসের প্রথম সপ্তাহে একটি টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। এরপর আবার সেখানে টাইগাররা যাকে আগামী এপ্রিলে। সে সময় স্বাগতিকদের বিপক্ষে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবেন মাহমুদউল্লাহ-তামিমরা।
Discussion about this post